শিরোনাম – কি ছিল তার ভুল
কলমে – সোনালী সরকার
________________________
ভালোবাসার বৃক্ষে ফুটলো
নিষ্পাপ এক ফুল ,,
ডাস্টবিনে সে ঠাঁই পেয়েছে
কি ছিল তার ভুল !!
প্রেমের বৃক্ষ রোপণ করতে
হয়নি ভাবার প্রয়োজন ,,
আজ ফুলটাকে কলঙ্ক ভেবে
তারা দিল বিসর্জন।।
হয়তো তাকে কুকুর শেয়াল
কামড়ে খাবে মাস ,,
নয়তো ক্ষুধা তৃষ্ণায় সে
হয়ে যাবে ইতিহাস।।
তার করুন কান্নার আওয়াজ
যাবেনা মায়ের কানে ,,
আর বাবা তো আগের থেকেই
তাকে আবর্জনা মানে ।।
খুশির জন্য জীবন নেবার
কে দিল অধিকার ,,
কিভাবে এই খু্নিরা শাস্তি পাবে
কে দেবে প্রতিকার ।।
শিশুটি হয়তো বাঁচতে পেলে
হতো গুণী বিশেষ ,,
দুনিয়াটাকে দেখার আগেই
হবে জীবন শেষ ।।
ঈশ্বরের দুয়ারে গিয়ে বলবে
সে কাঁদো কাঁদো স্বরে ,,
পর জনমে যা খুশি বানাও
পাঠিও না মানুষ করে ।।