
‘স্কুল জীবন’
সোমা হাজরা
কথায় আছে না… ‘দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝিনা’… ঠিক তেমনি স্কুলে থাকাকালীন আমরা স্কুলের মর্ম বুঝিনা…. তখন তো মনে হতো স্কুলের এত restrictions মোটেই ভালো না।যদি একটু স্বাধীনতা দিত তো কি এমন হতো? কিন্তু এখন এসে বুঝতে পারি কি জীবনটা পার করে এসেছি আমরা… ওই স্কুল জীবনের চেয়ে সুন্দর জীবন আমার মনে হয় না আর কিছু আছে বলে…..আজও স্কুলের পাস দিয়ে যেতে গেলে মনে পড়ে যায় সেসব দিন গুলোর কথা… মনে পড়ে যায় সেই সব শিক্ষিকাদের কথা যাদের জন্য আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছি, মনে পড়ে যায় তাদের করা ভালোবাসা তাদের করা শাসন, যা থেকে যাবে আমাদের সাথে সারাটা জীবন … আর মনে পড়ে সেইসব বন্ধু গুলোর কথা যাদের সাথে হয়তো কোনো যোগাযোগ নেই এখন, নয়তো ফোন নম্বর থাকলেও সেটা ফোনেই বন্দি… সবাই যে যার মতো করে ব্যস্ত… তবে জীবন তো থেমে থাকে না চলে যায় তার মতো করে, শুধু রয়ে যায় কিছু অমূল্য স্মৃতি…..