Soma Chatterjee

পরজনমে
– সোমা চট্টোপাধ্যায়

সামনের জনমে যদি ভোরের পাখি হই?
ঘুম ভাঙাবো আমি তোমার মিষ্টি গান গেয়ে
বারান্দাটায় এসে দেখবে তুমি আমায়, গাছটির পরে চেয়ে।
সামনের জনমে ফুল হবো
সুবাস ছড়াবো তোমার বাড়ির প্রাঙ্গণে।
আমায় দেখে ভাববে তুমি আমার কথা
হয়তো কখনোবা অন্য মনে।
সামনের জনমে সুর হব
থাকবো তোমার কন্ঠে
গাইবে তুমি গান, আমি রইবো তোমার সঙ্গে।
যদি ঢেউ হই?
কোন এক সমুদ্রতটে, আসবো ছুটে তোমার কাছে
কিন্তু, ফিরে যাব আবার।
হয়তোবা আবার কোন জন্ম নিয়ে
আসবো কাছে তোমার।


[jetpack_subscription_form show_subscribers_total=”false” button_on_newline=”false” custom_font_size=”16px” custom_border_radius=”0″ custom_border_weight=”1″ custom_padding=”15″ custom_spacing=”10″ submit_button_classes=”has-background has-luminous-vivid-orange-to-vivid-red-gradient-background” email_field_classes=”” show_only_email_and_button=”true” success_message=”Success! An email was just sent to confirm your subscription. Please find the email now and click 'Confirm Follow' to start subscribing.”]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *