তবুও কী যেন নেই !
-সোহাগ রেজা
স্বপ্ন ভাসে জীবনের ক্ষণিক পাতায়!
সব কিছু অগোছাল কেন যেন মনে হয়!
ফেলে আসা দিনগুলো আজ হয়ে গেছে ছোট্ট গল্প !
কল্পিত দৃশ্যেগুলো নতুন ফ্রেমে চিত্রিত হবে!
বৈশাখীর আকাশ ঢাকে যদি কালো মেঘে !
হৃদয়ে কেন দেয় অজনা হানা !!
ঝড়ো হাওয়ার আভাসে অনুভূতির সংশয়!
সুখের হালখাতায় কেন কষ্টের কালো বর্ণ!
দুঃখ যদি দূরে যায়, সুখ যদি ফিরে আসে !
সেই ছোট্টবেলা কেন ফিরে আসেনা !
হয়তো সে ভুলে গেছে !
স্মৃতিকাতরতায় ভরপুর জীবন কেন এতো ভারী হয় !
সহজ জীবন কেন হয়না ততটা সহজ!
সরল মন কেন নিরবে কেঁদে যায়!
কেন স্মৃতি তাড়িত করে বহুবার!
কেন মনে জাগে ফিরে পাবার বাসনা!
যদিও ফিরে যেতে ইচ্ছে হয় ভীষণ-
তবুও হয় না ফেরা !
কত যে মধুময় আবদার আর রকমারি চাওয়া !
উল্টো-জুতো হয়না পরা ছোট্ট দু’টি পায় !
সব আছে এখানেই কিংবা তার চেয়েও বেশি-
তবুও কী যেন নেই !
মায়ের মুখের স্মৃতির পাতা ঘুম পাড়ানি গান!
বাবার-শাসন সোহাগ-মাখা বটবৃক্ষের মতো!
মায়ের স্নেহে-অস্তিত্ব গড়া ভীষণ আবেগ ঘন !
এভাবেইতো ছোট্টবেলা যায় যে বড় হয়ে !
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika