
নীলকান্তমণি
সোহাগ কুমার ঘোষ
তুমি যেদিন নীল শাড়ি পরবে
সেদিন তোমার নাম হবে অপরাজিতা।
তবে আমি কিন্তু নীলকন্ঠ বলেই ডাকব-
তুমি আবার না বলো না ।
তুমি যেদিন লাল পাথুরে টিকলি পরবে
সেদিন তোমার নাম হবে কুঞ্জলতা ।
তবে আমি কিন্তু- জয়ন্তী বলেই ডাকব
তখন আবার বিরাগের উষ্ণ আভায় জ্বলে উঠো না।
তুমি যেদিন পারপেল রোডোলাইট গলায় জড়াবে
সেদিন তোমার নাম হবে জারুল ।
তবে আমি কিন্তু নয়নতারা বলেই ডাকব
তুমি আবার আদিখ্যেতা ভেবে উড়িয়ে দিও না।
তুমি যেদিন রত্ন খচিত টিপ পরবে
সেদিন তোমার নাম হবে নীলকান্তমণি।
তবে আমি কিন্তু ঐশি বলেই ডাকব
তুমি আবার প্রহসনের কটাক্ষ মনে করো না।
যেদিন তোমার কানে ঝুমকোলতা দুলবে
সেদিন তোমার নাম হবে রাধীকা
তবে আমি কিন্তু রাখী বলেই ডাকব
তুমি আবার যুগল-বন্ধন প্রত্যাখ্যান কোরো না।
তুমি যেদিন জেসমিন ফ্লেভারের সুগন্ধি মাখবে
সেদিন তোমার নাম হবে মল্লিকা।
তবে আমি কিন্তু বেলি বলেই ডাকব
তখন আবার অভিমানে গাল ফুলিয়েও না।
যেদিন তোমার মুখে পুলকের রেখা পদ্মের মত স্পষ্ট হবে
সেদিন তোমার নাম হবে ইন্দিরা।
তবে আমি কিন্তু সরোজ বলেই ডাকব
তুমি আবার ঘন মেঘের আবরণে হারিয়ে যেও না।
তুমি যেদিন বিষন্নতায় থমকে দাঁড়াবে
সেদিন তোমার নাম হবে পারিজাত।
তবে আমি তোমায় শিউলি বলেই ডাকব
তখন আবার তোষণ ভেবে ভুল কোরো না।
সোহাগ কুমার ঘোষ
গনিত বিভাগ,জগন্নাথ
১৫,নারিন্দা রোড,ঢাকা।
২৫ সেপ্টেম্বর,২০২২।
