এতিম
কলমে: রবিউল ইসলাম জিবলু
মা, ও মা ঐ নদী জানে,
ঐ সাগর জানে, ঐ বাতাস জানে
আমি তোমায় কতটা মিস করি।
জানো মা তোমাকে হারানোর পর
আমি ঠিক মতো ঘুমাতে পারিনা,
বড় বদলে গেছে সব,
ভুলে গেছে আমার ভালোবাসা,
আমায় এখন আর কেউ ভালোবাসে না!
জানো মা আমি এখন তুলে খাওয়া শিখে গেছি,
আমি রাগ করলে কেউ আর
আমার রাগ ভাঙ্গাতে আসে না,
বলে না কেউ বাবা রাগ করিস না!
জানো মা তোমার কোলে মাথা রেখে যখন ঘুমাইতাম,
মনে হতো কোন স্বর্গে ঘুমিয়ে আছি,
আর এখন লক্ষ টাকার গদী তে
ঘুমালে তোমার কোলে মাথার রাখার সুখ টা পাই না।
কেন আমায় একা করে চলে,
কেন আমায় সঙ্গে নিলে না।
ও মা কেন আমায় এতিম করে গেলে।
ও বিধাতা কেন আমায় এতিম করলে।
০৩-০২-২০২১ইং
রাত-১১:২৩ মিনিট
Robiul Islam Jiblu