
সংশুদ্ধির পথ
সিদ্ধেশ্বর হাটুই
নীরব শূন্যতার মাঝে আমি খুঁজি বারে বারে
মনের গভীরে শত প্রশ্ন ছটফট করে মরে ।
আকাশের ঐ তারাদের শুধাই তোমরা এহেন সঙ্গ বদ্ধ আছো,
যত বৈষম্য মানুষের মাঝে বোঝালেও বোঝে নাতো।
বাতাসের বুকে কান্নার আওয়াজ শুনবে বারে বারে
অশ্লীলতার প্রণালি দেখে প্রকৃতিও কেঁদে মরে।
মানব সমাজ আজকে শুধু স্বার্থ দেখে চলে,
অস্পৃশ্যতার দেওয়াল বাড়ছে কু-জনেরই বলে।
নারীদের এত মর্যাদাহানি বাড়ছে দিনে দিনে
পীড়কদের একটু ব্যথাও হয়না কেন মনে !
প্রকৃতিও আজ পাল্টে গেছে গিরগিটির মতো
পরিবেশটাকে অসুস্থ করে রাখবো আমরা যত।
আধুনিক সমাজ আধুনিক যুগ আধুনিকতায় ভরা
প্রকৃতির শুশ্রুষা না করলে ভাই বর্ষাতেও হবে খরা।
‘গাছ লাগান -প্রাণ বাঁচান’-প্রবাদ বাক্য সত্য
গাছ কাটার প্রবনতা আজ নদীর বন্যার মতো ।
লুপ্তপ্রায় আজকে দেখো অনেক পশু-পাখি,
বেহুলার ভেলা নদীর জলে এখনো ভাসতে দেখি।
পাল্টাতে হবে প্রকৃতি-সমাজ আর মানুষের নীতি
মানবজাতির প্রকৃতির সাথে বাড়াতে হবে প্রীতি।
সিদ্ধেশ্বর হাটুই, গ্রাম-সুখাডালী, পোঃ-সুখাডালী,থানা-সারেঙ্গা, জেলা-বাঁকুড়া.WB. মোবাইল নং–৯১৫৩৩৫৫৯৬৩