Sheikh Khadija Shabuj

সুপ্রভাত প্ৰিয় _

লেখিকা: শেখ খাদিজা

এই বৃষ্টি ভেজা সকালে তোমাকে জানাই সুপ্রভাত ।
আজকের আকাশে অনেক মেঘ
তুমি দেখছ কি ?
আজ সকাল হতে সূর্যের দেখা মিলে নি
তুমি জানো কি ?
আজ এই বৃষ্টিতে আমি ভিজবো আর জ্বর বাঁধাবো
তুমি কি বলবে না আমি দস্যি মেয়ে ?
তুমি কি এখনও জানালার পাশে বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে বই পড়ো ?
তোমার সিল্কি চুলে বৃষ্টির পানি এসে পড়ে তো ?
হয়তো এখন অন্য কোনো মেয়ে তোমাকে মুগ্ধ নয়নে দেখে ।
আমিও দেখি কিন্তু তোমায় স্পর্শ করতে পারি না ।
এখানে অনেক অন্ধকার আমার অনেক ভয় করে
কিন্তু আমিতো জানি রোজ একবার তুমি আসবে ।
শুধু একটাই অনুরোধ আমার কবরের পাশে বসে তুমি অশ্রুবর্ষণ করবে না ,
আমি সহ্য করতে পারি না তোমার চোখের জল ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *