_নীল_চোখ_
লেখিকা : শেখ খাদিজা সবুজ
তোমার ওই নীল চোখে হারিয়ে যেতে চেয়েছিলাম
অফুরন্ত সময় নিয়ে ধীরগতির পথ চলা।
কিন্ত তুমি তো ঠিক করে নিয়েছ ভিন্ন পথিক
যার সাথে তুমি পথ চলবে সারাবেলা।
আমি তো পারি নি খুঁজতে
নিজের মনকে পারি নি বুঝাতে ।
তুমি পেয়ে গেছো তোমার ঠিকানা ,
আমার তো একাকিত্বেই সুখ
ভ্রমণ আমার ঠিকানাবিহীন ,ক্লান্তিহীন পথ অজানা ।