একাকীত্ব সুন্দর, সাবলীল
শাপলা বড়ুয়া
একাকীত্ব বড্ড সাবলীল, সুন্দর এক বাগিচার নাম
কাক চক্ষুর দীঘির মতোই স্বচ্ছ,টলটলে, স্নিগ্ধ, মনোরম!
যে দীঘিতে ডুব সাঁতারে শুদ্ধ হতে ইচ্ছে করে যখন যেমন
একাকীত্ব কোন বেদনার নাম নয়, বরং সবসময় আনন্দের।
চলো একাকীত্বের সবুজাভো এক বাগান গড়ি
সবুজাভো সেই বাগান ঘিরে গল্পেরা সব ভীড় জমাবে
ফুল, পাখি আর গাছেদের সাথে চুটিয়ে সব আড্ডা হবে।
একাকীত্ব কোন কষ্ট নয়, আনন্দেরই এক অন্য নাম।
বিশালাকার স্বচ্ছ আকাশে মেঘগুলো যখন ছুটে চলে
স্বাধীনতার ডানা মেলে পাখীর মতো উড়ে বেড়াতে ইচ্ছে করে
মুঠোয় ভরে এক নিমিষেই একাকীত্বকে ছড়িয়ে দিতে ইচ্ছে জাগে।
একাকীত্ব কোন মৃত্যুর আবহ সঙ্গীত নয়, আনন্দেরই এক অন্য আরেক নাম।