Shapla Barua

শাপলা বড়ুয়া

ফক্কা
শাপলা বড়ুয়া

জীবনটাকে হাতের তেলোয় নিয়ে, দেখতে বড্ড ইচ্ছে হয়
কতটুকু ক্ষয়ে গেছে হৃদপিন্ড, ফুমফুস আর হাড়পাঁজর?
হাড়গোড়ের দেয়ালে শেওলা জমে স্যাঁতসেঁতে না নীল সাগর?
নাড়িয়ে চাড়িয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে দেখে আমার রংবাহারি মন!
ইচ্ছেরা এখন বাক্সবন্দি, পাহারা বসাই কুয়ো ব্যাঙের দল,
উদাস চোখে দেখে যাই, কখন আবার ভোকাট্টা হলো মনঘুড়ি আমার!
এরপরও জীবনটাকে হাতের তেলোয় নিয়ে দেখতে বড্ড ইচ্ছে হয়….
আমার এমন ইচ্ছে দেখে, দেঁতো হাসি হেসে জানান দেয় ঐ সবুজ টিকটিকি …

‘জীবনটা ফুসমন্তরের হাওয়া—সবই কেবল ফক্কা!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *