আশা
শম্পা সাহা
রোজ বাঁচি রোজ মরি তোমার উঠোন জুড়ে,
ভেজা ভেজা মেঘে ঘুরি রোজ
সন্ধ্যার আবদারে খসে পড়ি প্রতি সাঁঝে
চাঁদে টিপ ,নিয়ে আসি খোঁজ।
মনখারাপের দায়,সে তো আমার নয়
ভালো থাকা অভ্যাস এক
গোলাপের পাপড়িতে ভ্রমরের চুম্বন
বিষ পোকা, চোখ অনিমেখ!
নিমেষে পলক ফেলে ফুলেরা মুর্ছা যায়,
পর ভোরে হাসে খিলখিলিয়ে
আশাদের পথসভা, এক ভাসা মুর্ছনা
খুশির রোশনী যাবে বিলিয়ে।
আমিও ঘাসের দলে বেগুনি পাপড়ি মেলে
তোমাকেই ছুঁয়ে ছুঁয়ে যাবো।
যতবার মরে যাবো,নতুন জীবন পাবো
তোমাকে আবার করে পাবো!
©®