হেরো
সৌদামিনী শম্পা
জানি এসময় বড় উদাসী।জানি এসময় বড়ই ধূসর। এসময় আসলে সূর্য ডোবার আগের মুহূর্ত। যখন জীবনের দিন ফুরোতে ফুরোতে কচু পাতায় শিশির ফোঁটার মত চকমকে কয়েকটা দিন, আর কয়েকটা পল বাকি, শেষ পাড়ানির গুণতে হবেই আজকাল, সে দিনে কখনো হতাশ হতে নেই। যে জীবন তুমি লড়লে রাজার মত, যে জীবন তুমি বাঁচলে রাজার মত, যে জীবনকে প্রতি পলে পলে উদযাপন করেছো, জীবনের চেয়ে নিজেকে বড় প্রমাণ করে, আজ সামান্য মৃত্যু তোমাকে হারিয়ে দেবে? এত সহজ বুঝি সব কিছু?
যেভাবে জীবনকে উপভোগ করেছে পদে পদে, জীবনের সব সমস্যাগুলোকে হারিয়েছো হাসিমুখে, সব বাধা বিপত্তিকে উড়িয়ে দিয়েছ তুড়ি মেরে, আজ সেই তুমি যাবার সময় কেন ভয়ে কাঁটা? কেন জীবনের মত মৃত্যুকেও জিততে রাজী নও? প্রতি মুহূর্তে যদি তৈরি থাকো সেই অমোঘকে বরণ করতে , তাহলে তুমি জিতে যাবে মৃত্যুর বিরুদ্ধেও! হাসতে হাসতে ভালোবাসতে হবে মৃত্যুকেও, যেমন ভালোবেসেছিলে জীবনকে। যা অবশ্যম্ভাবী, যা চিরসত্য তাকে সহজে মেনে নেওয়াই আসলে জিতে যাওয়া! আর যদি ভয় পাও, তোমার গলা শুকিয়ে আসে, পালাতে চাও সত্য থেকে, সেই মুহূর্তেই তুমি হেরে গেলে! হেরো লোক সম্মানের যোগ্য নয়! তুমি কি হারতেই চাও?