পরে বোলো না
সম্পর্ক আমার জন্য নয়
বাঁধন আমার জন্য নয়
দায়িত্ব আমার জন্য নয়
ঘরের চার দেওয়াল আমার জন্য নয়
কারো রোজকার ভালো মন্দের খবর নেওয়া আমার জন্য নয়
দেওয়াও না
কারো ফোনের অপেক্ষা করতে পারবো না
কাউকে রোজ বলতে পারবো না কেমন আছি?খেয়েছি কিনা?
কারো বৌ হিসেবে ঘরের কোণে রোজ ভাতের থালা সাজাতে পারবো না,
কারো প্রেমিকা হিসেবে রাতে রোজ উষ্ণ নিঃশ্বাস বিনিময় করতে পারবো না
খাঁচা আমার জন্য নয়
শেকল আমার জন্য নয়
সাজানো সংসার আমার চাই না
ওই খোলা আকাশের গোটাটাই আমার চাই
আমাকে কোনোভাবেই বাঁধতে চেও না,
তাহলে কিন্তু ভাঙবে সবই!
আগাম সতর্ক করে দিলাম।
আগে কেন বলিনি
পরে এটা বোলো না কিন্তু!
©®