শরৎ রাণী
সৈয়দুল ইসলাম
তারিখঃ ২৩/০৯/২০২২

শরৎ সকাল ঘাসের ডগায়
শিশির বিন্দু জল,
রোদের আলোয় হিরকের ন্যায়
করে যে জ্বলজ্বল।
পদ্ম ফোটে দীঘির জলে
জাগায় শিহরণ,
শেফালিরও মৌ মৌ গন্ধ
কেড়ে নেয় যে মন।
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
তাই-না দেখে নীল পরীরা
নিত্য করে খেলা।
দখিনা হাওয়াতে দোলে
সাদা কাশের ফুল,
প্রাণটা যেনো ফিরে পায়
নদীরও দুই কুল।
নীল আকাশে তারার মেলা
মিটিমিটি জ্বলে,
শরৎ রাণী সবার প্রিয়
রূপোলীলাই বলে।
ঠিকানাঃ হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, বাংলাদেশ। মোবাইল -০১৭২৮১০৬২৯২