যামিনী
প্রত্যক্ষ করেছিনু তব নিশির মাঝারে, উদ্বায়ী বিহনে তখন স্নিগ্ধতা ঝরে-
কলুষিত বিষন্নতা রয়েছে হাহাকারে, কল্পনার অভ্যেপাত বোধহয় একেই বলে!
ছাপোষা সমাজ যদিও ঢেকেছে অন্ধকারে- জোছনা দিয়েছে এক অপরূপ শোভা তারে বেণীল বিভূষণ রয়েছে দুচোখ জুড়ে, নিঃসঙ্গতা হারিয়েছি নিজেকে সঙ্গী করে।
পুড়ছে পোড়া মন ওই নিয়তির অঙ্গারে! সেই গন্ধ তখনও বর্তায় আমার সাড়া শরীরে,
লেলিহান শিখাগুলো উড়ে যায় দূরে-
স্বর্গ নেমে আসে এ ভবের প্রান্তরে।
কত না বলা কথা আমি বলে চলি বারেবারে-
ভালোবেসেছি বৃহন্নলার স্বরূপ ওই অর্ধশশীরে,
এ দীর্ঘকালীন রাত মেলে না যে ভোরে না, পাওয়ার মাঝে পেয়েছি নিঝুম যামিনীরে!
~সৌম্য..