Satyen Mondal

গদ্য কবিতা : বৈভব
সত্যেন মণ্ডল

আমাদের আর কিসের অভাব !
বেশ তো ভাল কাটছে
সারাদিন এটা সেটা খাই
রাতে একমুঠো গরম ভাত
ছেলে মেয়ে বউ আমি
মিলেমিশে হাপুস হুপুস
ফ্যান ভাত।
বউটা ঠিকে ঝি
এ বাড়ি ও বাড়ি কাজ করে কাটিয়ে ফেলে দিন
ছেলেটা কাগজ টাগজ কুড়িয়ে
দিন শেষে মার হাতে গুঁজে দেয় দু তিন টাকা
মেয়েটা ছোট, কাজ পারেনা অকাজ কুকাজ বোঝেনা
নিজেদের ঝুপড়ি দেয় চৈকি
আমি লাটের বাঁট কখনও চালাই বাবুর ভ্যান
যা হয় বাংলা খেয়ে বাকিটা দিই বউ এর হাতে
বিন্দাস আছি
আমাদের অভাব নেই কোন
অভিযোগ নেই কোন
বর্ষায় ঝুপড়িতে পড়ে জল
কষ্ট বলতে তখন
ছেঁড়া ছাতা মেলে চারজনে বসে থাকা
প্রবল গ্রীষ্মে বিশাল আকাশের নীচে
আমাদের ছোট্ট পৃথিবী
শীতে ছেঁড়া কাঁথায় শুয়ে আরামের ঘুম
লাখ টাকার স্বপ্ন দেখিনা
শুনেছি টাকার স্বপ্ন দেখলে
শান্তি নাকি জানলা দিয়ে পালায়
আমাদের অভাব নেই কোন
জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি
চিন্তা আমাদের কিসের ?
এই তো এভাবেই আমরা বাঁচবো
বিন্দাস থাকবো সুখকে দুঃখ দিয়ে জয় করে নেবো
আমাদের লোভ নেই, পয়সা ওলা হবার ইচ্ছেও নেই
এবং কারোর করুণায় বাঁচার ইচ্ছেও নেই
খাটি খাই মাত্র একমুঠো তো খাই
আমরা এভাবেই বাঁচবো
আমাদের অভাব নেই কোন
হ্যাঁ,অভিযোগও নেই কোনো!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *