শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ
ষষ্ঠ পর্ব আশ্চর্য প্রদীপ
নির্বাচিত একডজন কবিতা
শংকর ব্রহ্ম
১).
শংকর ব্রহ্ম
আশ্চর্য_প্রদীপ
মনেকর,তোমার যাপিত দুঃখ সবটা তোমার নয়
কেউ কেউ গচ্ছিত রেখে তীর্থভ্রমণে গেছে পুণ্য অর্জনে
সে পুণ্যের ভাগীদার তুমিও কিছুটা,
ফিরে এসে যে যার দুঃখ ফিরিয়ে নিলেই
তুমি খুব হাল্কা হয়ে যাবে।
মনেকর,সকলের আনন্দ উৎসব একান্ত
তাদের নয় শুধু, তোমারও কিছুটা
যাতে তারা ভোগ করতে পারে সে কারণে
তাদের কাছে গচ্ছিত রেখেছ,
ইচ্ছে হলেই তুমি তা অনায়াসে ফিরিয়ে নিতে পার,
মনেকর, এ’ভাবেই ভাবনার অভিমুখ একটু ঘুরিয়ে দিলেই
বুকের ভিতরে এক আশ্চর্য প্রদীপ জ্বলে উঠতে পারে।
#The_wonder_lamp
Remember, not all your grief is yours
Someone left it and went on a pilgrimage to attain virtue
You are also a partaker of that virtue,
When he came back, he took back his grief
You will become very light.
Remember, everyone’s joy is all yours
Because they can enjoy it
You have donated to them
You can easily take it back if you want,
In this way, if you turn the direction of thought a little
An astonishment may be burning inside the bosom.
২).
জানিসেআমার
#শংকর_ব্রহ্ম
পাগলী আমায় “ভালবাসা” বলে ডাকে
জানি না মেয়েটি,কোথায় লুকিয়ে থাকে?
মাঝে মাঝে এসে স্বপ্নের ফাঁকে
মনে যে আমার কত না স্বপ্ন আঁকে।
যখন তখন দেখি নাকি আমি তাকে?
সে আমায় শুধু চিন্তায় ফেলে রাখে।
কখনও রাত্রি দুপুরে,হঠাৎ সে কাছে আসে
ঘোরলাগা মনে কি সুরে,
যাই আমি কোথা ভেসে।
গভীর আবেশে সেও ভাসে সাথে,
চাঁদ তারা নিয়ে,গভীর নিশিথে
দেখে তারা চাঁদ মিটিমিটি হাসে
হৃদয়ে আমার মুখখানি তার ভাসে
তবু আমরা দু’জনে থেকে যাই দূরবাসে।
পাগলী আমায় হয়তো বা ভালবাসে?
জানতে চাইলে মিঠিমিঠি চোখে হাসে।
পাগলী আমায় “ভালবাসা” নামে ডাকে,
জানি সে আমার, হৃদয়ে লুকিয়ে থাকে।
#I_know_she’s_mine
The madwoman calls me “love”
I do not know the girl, where is hiding?
Sometimes in the gap of dreams
I think that’s how many dreams I have.
When I see her or I?
She just left me thinking.
Sometimes at midnight, suddenly she comes to close
Do I feel dizzy?
Wherever I float.
With deep obsession she also floats,
The moon with the stars, in the deep night
Seeing them, the moon smiled
My face floats in her heart
Yet the two of us go far away.
Maybe the madwoman loves me?
If I want to know, smile with sweet eyes.
The madwoman calls me “love”,
I know she is hidden in my heart.
৩).
ব্যর্থ_প্রয়াস
#শংকর_ব্রহ্ম
ইদানিংকালের সাহিত্যের কথাবার্তা
বলতে যাওয়ার আগেই মনে হয়,
সাহিত্যে কথা আছে ফালতু অনেক
কিন্তু তেমন কোন নতুন বার্তা কই?
সংবাদ মূলতঃ কাব্য হলে
তাতে কোন নূতন বার্তা থাকবে না?
এতে মাথা ভরে ভারী হয়ে গেলেও
মন আর ভরে কই?
হয় তো নেই কিংবা হয় তো আবার আছেও,
আমি খুঁজে পাচ্ছি না বলে
নেই বলাটাও ঠিক নয় বোধহয়।
এসব ভাবনা নিয়ে হয় তো কিছু লেখা যায়,
হয় তো আবার লিখে কিছুই বোঝানো যাবে না
অথবা ভুলটাই বুঝবে অনেকে।
এসব নিয়ে কোন কবিতা হয় না জানি,
তবুও একটা ব্যর্থ প্রয়াস,আর কি !
#The_failed_attempt
Literary talk of recent times
Before I say it, I think,
There is a lot of nonsense in literature
But where is the new message?
If the news is basically poetry
There will be no new message?
Even if the head is heavy
Where is the mind full?
Either there is or there is again,
I can’t find it
Maybe it’s not right to say no.
Something can be written about these thoughts,
Either way, nothing can be explained by writing again
Or many will understand the mistake.
I don’t know of any poem about this,
Yet a failed attempt, what else!
৪).
মৌলিক_স্বাধীনতা
#শংকর_ব্রহ্ম
শব্দকে জুড়ে জুড়ে একটা স্বপ্ন গড়তে চেয়েছিলাম ,
অথচ ভিতরে ভিতরে কখন তা নিঃশব্দে ভেঙে পড়েছে
আমি তা টের পাইনি মোটেও।
শব্দ সব জড়ো করে একটা সমাজ গড়তে চেয়েছিলাম,
অথচ দেখতে দেখতে কখন তা
অসামাজিক হয়ে উঠেছে মোটেও বুঝতে পারিনি আমি।
শব্দগুলো এখন তাই ভাড়াটে সৈনিকের মত
এদিক ওদিক ঘুরে তোলা তোলে ফেরে।
এখন শব্দগুলো আর মৌলিক স্বাধীনতায় ভর দিয়ে
এক পা-ও চলতে পারে না।
#The fundamental_liberty
I wanted to build a dream across the word,
But when it is inside, it is broken silently
I didn’t realize it at all.
I wanted to build a society with all the words,
But when to see it
I did not understand at all that it has become anti-social.
The words are now so mercenary
Turns back and forth.
Now with words and mass freedom
Not a single foot can move.
৫).
নীতিবোধ
#শংকর_ব্রহ্ম
নীতিবোধ ব্যাপারটা,আসলে খুব গোলমেলে
যদি কেউ সারাদিন
আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতে চায়,
আমার আপত্তি হবে কেন?
কিংবা কেউ যদি তার সোহাগী বৌকে, অন্যের গলায় ঝুলিয়ে দিতে চায়
আমার কি বলার থাকতে পারে ?
কেবল আমার গলায় না দিলেই হল।
কোন সুন্দরীর দিকে,যদি কেউ তাকিয়ে থেকে চোখ ব্যথা করে ফেলে,
তা’তে আমার কি ?
শুধুমাত্র আমার প্রেমিকার দিকে
ওভাবে কেউ না তাকালেই হল।
কিন্তু কেউ যদি নিরন্ন মূর্খ জনগনকে
ফুটবল ভেবে ক্রমাগত লাথি মেরে মেরে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়,
তাহলে আমার আপত্তি ভীষণ
কারণ,আমি যে তাদেরই একজন।
#The_principles
The matter of ethics is actually very confusing
If anyone all day
He wants to look up at the sky,
Why should I object?
Or if someone wants to hang his lovely wife on the neck of another
What can I say?
Just don’t put it in my throat.
To a beautiful woman, if one looks at her and hurts her eyes,
What’s in it for me?
Only towards my lover
No one looked like that.
But if anyone decides to be ignorant people
Thinking of football, constantly kicking, wanting to move forward,
Then my objection is strong
Because I’m one of them.
৬).
আমার_পথ
#শংকর_ব্রহ্ম
অন্তবিহীন পথ আমার সামনে আছে পড়ে
কেন তবে একলা বসে থাকব আমি ঘরে?
সারারাত তোমার কথাই কেবল মনে পড়ে
তোমার মুখের পাশে আমার মুখটা তুলে ধরে
ভাবি,প্রজাপতি ছুটে কেন চলে ফুলের পানে?
আমি কেবল সরাটারাত খুঁজি যে তার মানে
এমন সময় জ্যোৎস্না এসে বলে আমার কানে
সব কথার মানে কি আর সবাই বল জানে?
বাতাস তখন ফিসফিসিয়ে বলে কাছে এসে
জানো তোমায় কেউ না কেউ ভীষণ ভালবাসে,
হকচকিয়ে গিয়ে আমি তখন তাকে বলি
সময় যে নেই, আমার পথেই এখন আমি চলি।
#The_way_of_mine
There is an endless path in front of me
Why should I sit alone at home?
I only remember your words all night
Lifting my face next to yours
I think, why do butterflies run and drink flowers?
I just find that all night long
At that time the moonlight came to my ears
What does all the words mean and everyone knows the all?
The wind then came whispering
You know someone loves you so much,
I was shocked and then I told him
There is no time, I am on my way now.
৭).
যাওয়া
#শংকর_ব্রহ্ম
বললেই চলে যেতে পারি,তবু
এত ভালবাসা জমে আছে হৃদয়ে আমার
তা কাউকে তো দিয়ে যেতে হবে?কিন্তু দিয়ে যাব কা’কে?
পাখির কাছে গিয়ে বলি,তুমি নেবে কিছুটা আমার প্রেম?
শুনে সে দূরে উড়ে চলে যায়,
ফুলের কাছে গিয়ে বলি,নেবে তুমি
ফুল শুনে ধীরে ধীরে নীরবে ঝরে যায়,
শিশিরের কাছে গিয়ে বলি শেষে ,নেবে তুমি?
সে ও দেখি হুতাশে শুকায় ঘাসের ডগায়।
এত ভালবাসা আমি কাউকে না দিয়ে
নিশ্চিন্তে যাই যে কি করে?ভেবে মরি হায় !
#Wend
I can leave if I say so, still
I have so much love in my heart
Does anyone have to go through that?
But who will go through?
I go to the bird and say, will you take some of my love?
When he heard that, he flew away,
I went to the flower and said, you take it
The flower slowly falls silently on hearing,
Go to the dew and say at the end, will you?
I see him dry on the grass in frustration.
I give so much love to no one
I do not know what to do? I’m sorry to hear that !
৮).
নারীকথা
#শংকর_ব্রহ্ম
প্রকাশ্যে যাবে না বলা যেইকথা,
এই ফাঁকে তাই বলে রাখি,শোন কানে কানে
বিষ আর অমৃত পাত্র নিয়ে
বহু ভেবে সুচারু রূপে তাকেই গড়েছে নারী
স্বয়ং ঈশ্বর।
মেয়েরা নিজেরা জানে
বুকে তার কতখানি বিষ
আর কতখানি মধু থাকে,
কার বুকে বিষ ঢালবে, মধু ঢালবে কাকে
মেয়েরা নিজেরা জানে,চেনে তাকে।
#The_story_of_the_women
It cannot be said publicly.
In this gap, let’s say so secretly, listen to your ears
The God has built the woman in a beautiful form with a lot of thought
Himself.
With the pot of poison and nectar in hand.
The girls know themselves
How much poison is in his chest
And how much honey there is,
Whose chest will pour poison, whom will pour honey
The girls themselves know, know him.
৯).
যেকোনজন্মই
#শংকর_ব্রহ্ম
যে কোন জন্মই মৃত্যুর দিকে ক্রমশই ঠেলে দেয়,
টেনে নিয়ে যায়
প্রতিদিন জীবন থেকে একটু একটু করে প্রাণ কেড়ে নেয়,
তবুও মানুষ প্রত্যাশার ক্ষীণ আলো জ্বেলে রাখে মনে
সব প্রাপ্তি পেতে চায় তার একার জীবনে।
গাছ জানে, ফুল ফল জানে,জীবনের নেই কোন মানে
তাই তারা নির্দিধায় ঝরে যায়,
আসলে তারা ঝরে যেতে জানে,
তবুও মানুষ তার বিচিত্র জ্ঞানে
জীবনের মানে খুঁজে হয়রান হয়,
যে কোন জন্মই মৃত্যুর দিকে ক্রমশই ঠেলে দেয়,
টেনে নিয়ে যায়।
#Any_birth_drags
Any birth gradually pushes towards death,
Drags
Every day breath is taken away little by little from life,
Yet people seem to keep the dim light of expectation burning
He wants to get everything in his life alone.
Trees know, flowers and fruits know , life has no meaning
So they fall without hesitation,
In fact, they know how to fall,
Yet man in his diverse knowledge
Became harassment, in searching the meaning of life,
Any birth gradually pushes towards death,
Drags.
১০).
ফুরিয়ে_যাওয়া
#শংকর_ব্রহ্ম
মনে পড়ে
সেই গভীর অরণ্যে দাঁড়িয়ে ,
শেষ ইচ্ছার কথাটা?
চারিদিকে শুধু সবুজ বনানী ,
মাথার উপরে আকাশ নেই কোন
তোমার দৃষ্টি অতর্কিতে আটকে গেছে
আমার মায়াবী চোখে।
বুকের ভিতর দ্রুত তালে
দামামা বাজছে হৃদ-পিন্ডের ,
অথচ সে রকম কোন প্রস্তুতিই ছিল না
আমাদের।
তুমি প্রতিজ্ঞা হয়ে উঠতে পারতে নির্জনতায়
আমি সমস্ত ঐশর্য বিলিয়ে দিতাম অনায়াসে,
তুমি পরি হয়ে অবহেলায় উড়ে যেতে পারতে
দূর থেকে আরও বহু দূরে ,
অথচ সে রকম কিছু হল না।
মনে পড়ে
তোমার বাসনার ভিতর
নীল বাস্প জমা হয়ে ছিল?
বুকের ভিতর ছিল
স্বপ্নের মৃত নদী ভরা জোয়ারে।
মাটি ঝেড়ে উঠে দাঁড়াতে গেলেই
সব মনে পড়ে যায়,
আমার কাছে বন্দকী হৃদয় তোমার
ঠোঁট টেপা হাসি , দাঁত পেষা হিংস্র অভিশাপ।
আজ সুদ সমেত বাড়তে বাড়তে
নিলাম হওয়ার মতো ,
অথচ আমি সব ভুলে
পুরনো স্মৃতির গন্ধে একান্ত বিভোর।
যেন তার ঘ্রাণ ক্ষীণ হয়ে এলে ,
আমিও ফুরিয়ে যাব ,
অতর্কিতে মিলাব বাতাসে।
#Get_exhausted
Do you remember,
Standing in that deep forest,the last wish?
Just greenery all around,
There is no sky above the head
Your eyes are suddenly affix
In my magical eyes.
Fast rhythm inside the bosom
The bell is ringing heart-pounding,
But there was no such preparation amoung us.
You could become a promise in solitude
I would spend all my wealth effortlessly,
You could wear it and fly away in negligence
Far,far away,
But nothing like that happened.
I remember,
Inside your desire
Blue steam was deposited?
Was inside the bosom
In the dead river of dreams.
As soon as you shake the ground and stand up
I remember everything,
Your captive heart is mine
Lips pressed to the lips, teeth crushed violent curse.
Today it grows with interest
Like an auction,
But I forgot everything
Beware of the smell of old memories.
As if his scent had faded,
I’ll run out too,
Suddenly mingle is in the air.
১১).
মহাকাল
#শংকর_ব্রহ্ম
শুরুও নেই,শেষও নেই
শুধু যাওয়া আসার মাঝখানে,
এক চিলতে রোদ্দুর
তারপর যদ্দুর চোখ যায়
ধূ ধূ মাঠ খাঁ খাঁ করে,
কারও অপেক্ষায়।
পানাপুকুরের পাশে
কালো মেয়েটি দাঁড়িয়ে আছে,
নাকি মেয়েটির পাশে কালো পানাপুকুর
ঠিক বোঝা যাচ্ছে না,
সেই থেকে খোঁজা শুরু
বিভ্রান্তি ঘোচাতে কবি নিজে যায়
মেয়েটির কাছে,
থুরি পানাপুকুরের কাছে
দেখে মেয়েটি কোথায়ও নেই,
পানাপুকুর পড়ে আছে একা।
এ’ভাবেই সব পড়ে থাকে একা
শুধু জীবন থাকে না,
মহাকাল হা হা করে হাসে।
#The_great_time
There is no beginning, and no end
Just in the middle of coming and going,
Sun in one chill
Then as far as the eye can see
The endless field is empty,
which is waiting for someone.
Next to The pond filled with leaves
The black girl is standing,
Or the black puddle next to the girl
I don’t understand,
From then on the search began
The poet himself goes to dispel the confusion
Near to the girl,
sorry The pond filled with leaves
The girl is nowhere to be seen,
The pond filled with leaves is left alone.
That’s how it all falls apart
There is no life,
Eternity laughs loudly.
১২).
তোমার নিকটে গেলে
#শংকর_ব্রহ্ম
তোমার নিকটে গেলে
সমুদ্রের ডাক শোনা যায়
অনন্তকালীন ডাক,
যার থেকে মুক্তি পাওয়া দায়।
সমুদ্র গর্জন যেন
তোমার ভিতরে এসে নিয়েছে আশ্রয়।
তোমার নিকটে গেলে
মেঘেদের ডাক শোনা যায়,
তার থেকে পরিত্রাণ পেতে
আমি ছুটি লোকালয়।
সেখানে নীরব থাক তুমি, দুঃখে কষ্টে
সে কথা আমার আজ অজানা তো নয়।
তোমার নিকটে যেতে
আমাকে যে পেরতে হয় কত লোকালয়?
#When_I_go_to_you
When I go to you
The call of the sea can be heard
Eternal call,
From which is hard to get rid of that
Like the roar of the sea
Took shelter inside you.
When I go to you
The call of the clouds can be heard,
To get rid of you
I go to the locality
Where you are be silent in sorrow
That is not unknown to me today.
When I go to you
How many localities I have to be cross?
অভিনন্দন ❤️
শুভেচ্ছা ❤️।