SANKAR BRAHMA

খোলা চিঠি
শংকর ব্রহ্ম

[[রবীন্দ্রনাথকে খোলা চিঠি] ——————————

বিশ্বকবি(#আমাদের_গর্ব),
শ্রদ্ধেয়,

আজ আপনি ইহলোকে না থাকলেও, সর্বদাই আমাদের হৃদয় জুড়ে আছেন। তাই আপনাকে হৃদয়ের কথা জানাই।
আজ থেকে প্রায় নন্ব্বুই বছর আগে “বেশ্যাসংগীত” নামের গানের বইটি প্রকাশিত হয়েছে,অক্ষয় লাইব্রেরী থেকে।সম্পাননায় নন্দলাল শীল।
বইটির শেষ কভারের বিজ্ঞাপন থেকে
জানা যায়,অক্ষয় লাইব্রেরী ধর্মশাস্ত্র বিষয়ক
কিছু বইয়ের প্রকাশক।
বইটি কলকাতার ৫০নং গরাণ হাটা স্ট্রীট
থেকে প্রকাশিত,এবং অক্ষয় প্রেস ২৭/৫ নং চাটুজ্যে লেন থেকে মুদ্রিত।
প্রকাশকাল সন১৩৩৮. দাম- ছ’আনা।
যদিও গানগুলির উপর আপনার নাম কোথায়ও স্বীকার করা হয়নি।গানগুলির উপরে লেখা – “বেশ্যাসঙ্গীত”।
গানগুলি হল ‘এখনো তারে চোখে দেখিনি'( ইমন কল্যাণ কাওয়ালী),
‘কেন যামিনী না যেতে জাগালে না’ (ভৈরবী একতাল), ‘ চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ ( সিন্ধু রাগে গাওয়া) বইটিতে লেখা আছে।
অনুমান,আপনার মূল সুরটুকু নিয়ে যেমন তেমন ভাবে পতিতালয়ে গানগুলি গাওয়া হতো।
প্রকাশ্যে বইটি বিক্রী হয়েছে,নন্দলাল শীল অর্থবান হয়েছেন।
অথচ, তখনও আপনি জীবিত। হয়তো আপনার পক্ষে তা জানা সম্ভব হয়নি। কিন্তু আপনার অনুরাগীরা, আপনার পূজারীরা (ভাবতে আশ্চর্য লাগে) এই নির্লজ্য অবমাননার কোন রকম কোন প্রতিবাদ করেননি সেই সময়।
আমার এই অভিযোগ (মনের ক্ষোভ), আমি আপনাকে ছাড়া আর কা’কে জানাবো,বলুন?

বিনীত
আপনার একজন অনুরাগী পাঠক।
০৯/০৫/২০২২.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *