শংকর ব্রহ্মর কবিতাগুচ্ছ (৩)
#তৃতীয়পর্ব (#মৃতফুলমৌমাছিশব).
নির্বাচিতএকডজনকবিতা
#শংকর_ব্রহ্ম
১).
মৃতফুলমৌমাছি_শব
#শংকর_ব্রহ্ম
যৌবন গিয়েছে চলে কতকাল আগে
তবু তার প্রেম এখনও যায়নি চলে,
অস্তাচলে
সে যদি এখন কাউকেই আপন ভেবে
ভালবেসে ফেলে, ফুলের মতোন
কী হবে তখন?
ফুলের রগড় দেখে, হেসে ওঠে অযথাই
যত গুল্ম লতা
আমি তাই দেরী না করেই
ছুটে যাই তার কাছে
যে আমাকে অবিরত কাটে
নখে দাঁতে করাতের মতো,
যেমন নিষ্ঠুর করাত কাটে গাছ
আর তার আঁচ পেয়ে,
আকাশে মেঘেরা ডেকে ওঠে অবিরাম
বলে, উষ্মতায় দিতে হবে এর সব দাম,
সকলেই চায় তার থেকে যাক নাম!
ভুলের মাসুল শোধে
আরও কিছু করে ফেলি ভুল,
আমি নিজে,কী যে হয়
মনে জাগে, অকারণে বিস্ময়
আর তাতে ফুল ভেবে ছুটে আসে
মৌমাছি যত অবিরত গুনগুন করে,
আমিও তা অনুভব করে,
বুক ভরে শ্বাস নিই কত,
তারপরে ছুঁয়ে দিই অনাচারে সব
মৃত ফুল,মৌমাছি শব।
#Dead_flower_bee_corpse
Youth is long gone
Yet his love is yet have not gone,
Even at the end
If he thinks of anyone as his now
He fall in love, like a flower
What will happen then?
Seeing the funs of flowers, laughs unnecessarily
As many bushes as vines
Without delay
I run to her
Who cut me continuously
Like a saw with the nail and teeth,
Like a cruel saw cutting down a tree
And seeing all these ,
The endless clouds of the sky
Says, all the price must be paid in heat,
Everyone wants his name as fame !
Pay for the mistake
I do something else wrong,
I myself, what happens
I think, wonder for no reason
And so the bees are thinking as a flower
As they hums on and on,
I feel it too.
I take many chest full breaths,
Then touch all the lawlessness
Dead flower,bee corpse.
২).
কেমন_আছি
#শংকর_ব্রহ্ম
কেমন আছি জানতে চাস?
বলি তবে শোন,ভাল আছি বললেও বলা হবে কম
প্রায় রাতে আমার সাথে খেলতে আসে যম।
ঐখানে কোন গোপন ডেরায় রোজ এসে সে আড্ডা জমায়,
ডাকে আমায় নিশিরাতে রাতটা কাটায় আমার সাথে।
মৃত্যু নিয়ে খেলতে দেখে আমায় ভোরের আলোয় পালায়,
একেবারে চোরের মতো ফেলে রেখে একলা আমায়।
মৃত্যু আর জীবনের মাঝখানে থাকে শুধু একচুল ফাঁক,
এইকথা ভেবে আমি হয়ে যাই ভীষণ অবাক!
যমরাজ নেই আর? তবে তার কথা থাক।
#How_am_I
Want to know how I am?
But listen to me, even if I say I am fine, it will be said less
Regent of death comes to play with me almost at night.
Every day he comes to a secret camp and hangs out,
He called me and spent the night with me.
Seeing me play with death makes me run away in the morning light,
Absolutely left me alone like a thief.
There is only a hair’s breadth between death and life,
I was very surprised to think this!
Regent of death is no more? Talk about rubbing salt in my wounds – So stop !
৩).
প্রিয়_সখা
#শংকর_ব্রহ্ম
প্রেম বলে কিছু নেই যা আছে তা প্রবল বেদনা,
মুথাঘাসে জমে থাকা বিন্দু বিন্দু শিশিরের কণা।
রোদ উঠলে মুছে যায় সব এই কথা করি অনুভব,
সংসারের জ্বালাময়ী আঁচে ভালবাসা কতদিন বাঁচে?
সে’কথাটা অনেকেই জানে বেশী আর কম,
বুঝি সবচেয়ে বেশী জানে প্রিয় সখা যম।
#Dear_friend
There is no such thing as love, what there is is intense pain,
The dew particles that accumulate in the grass.
When the sun rises, it disappears.
How long does love live in the burning fire of the world?
Many people know that more or less,
I understand that my best friend Regent of death knows the most.
৪).
অনামিকা
#শংকর_ব্রহ্ম
নামটি যে তার অনামিকা
মোটেই নয় সে আলোর শিখা,
দুধ সাদা রঙ না হল তার
কি বা তাতে এলোগেলো?
কালোর ভিতর ঠমক আছে
চুল থাকে তার এলোমেলো।
কথায় যে তার ছুরির ধার
তবুও তো সে প্রমিকা আমার
কথাতে তার কুচিকুচি হই
তবুও যে তার সাথেই রই।
(রই কেননা),সে যে আমায় ভালবাসে
আমার খুশির খবর পেয়ে,
খুশির কারণ জানতে চেয়ে
মুখ লুকিয়ে একলা হাসে।
#Anamika
The name of her is Anamika
Not at all that flame of light,
Its color is not milk white
What happened of that?
She is bright inside blackness
Her hair is messy.
Her words sharpness are as the knife
Still, she is my girlfriend
Her words cut me piece by piece
Still I stay with her.
(Beacuse), she loves me
Hearing my happy news,
Wants to know the reason for happiness
She smiles alone hiding her face.
৫).
স্বপ্নকথা
#শংকর_ব্রহ্ম
কথা গায়ে না মাখলেই হল
তাতে আর কথা আসে না স্তব্ধ হয়ে যায়
ব্যথা গায়ে না মাখলেই হল
তাতে আর ব্যথা জমে না লীণ হয়ে যায়,
সুখ চাইলেই সুখ আসে না
দুঃখ এসে জড়ো হয়
তবে ভুলেও স্বপ্ন দেখতে ভুলি না
ওটাই শুধু বাঁচার প্রেরণা মনেহয়।
#Dreamstory
If talks did not care
There is no more talk about it
The pain did not go away
The pain does not subside and subsides,
Happiness does not come if you want it
Grief comes and gathers
But don’t forget to dream
That seems to be the only motivation to live.
৬).
সুসমাচার
#শংকর_ব্রহ্ম
সারাদিন খাবারের টানাটানি চলে
ঠিক সন্ধ্যাবেলা হলে,
গরীবের পেটে টান পড়ে হায়
পরণের প্যান্ট খুলে যায়।
শেষরাতে বুলেটিনে সংবাদে প্রকাশ পায়,
“সুদিন আসছে ফিরে পুনরায়”
ক্ষুধার্ত মানুষ ঘুম ভেঙে
সমাচার শুনে,হাই তুলে,আবার ঘুমায়।
#Evangel
The food goes on all day
Just in the evening,
Alas for the stomach of the poor
Wear pants open.
Last night the bulletin broke the news,
“Good day is coming back again”
Hungry people wake up
Hearing the news, he raised his voice and fell asleep again.
৭).
প্রেম_বিরহ
#শংকর_ব্রহ্ম
কাউকে কখনও যদি ভাল লাগে
তবে তাকে নিয়ে কবিতা লেখার কথা ভাব
ব্যঞ্জনা ও উপমায় দেখ রূপময় হয়ে ওঠে কিনা?
কিংবা কিছু না ও করতে পার।
চোখের আড়ালে তাকে রাখ কিছু কাল
শুধু মনে মনে ভাব তার কথা
বাগানে বসাও এনে সাবধানে তাকে
দেখ কোন জ্যোৎস্না ফোটে কিনা?
কাউকে কখনও যদি সত্যি ভাল লাগে
তবে তাকে ছেড়ে চলে যাও দূরে বহুদূরে।
শুধু তাকে তুলে এনে একান্ত গোপনে
আনমনে বসাও তুমি বুকের বাগানে
দেখ কোন ফুল ফোটে কিনা?
তারপর মনে প্রাণে ভালবেসো তাকে।
#love_sadness
If you like someone
Think of writing a poem about her
Consonances and similes if it becomes formative?
Or you may do nothing else.
Keep her behind the scenes of the eye for some time
Just you think about her
Take care of her to sit in the garden
See if any moonlight blooms?
If you really like someone
Then keep her leave far away.
Just keep up in secret
Put her quietly in the garden of your chest
You see if any flowers bloom?
Then love her with all your heart
৮).
একান্ত_অনুভব
#শংকর_ব্রহ্ম
তোমার একটু ছোঁয়া আমায় জাগায়
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমায়?
এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না, কারণ
তুমি তো জান না এতসব,
এইসব অনুভব একান্ত আমার।
#Solitary_feeling
Your touch wakes me up
The sound of the prayer rings out inside the ear,
Suddenly my youth wake up,
The gray twilight fades away,
Who are you, wake me up?
I ask myself this question again and again
I don’t ask you, because
You don’t know so much
These feelings are only mine.
৯).
সঙ্গী
#শংকর_ব্রহ্ম
যুবক হলে রঙ্গিনী চাই,যুবতী হলে সংস্কার
ইচ্ছে হলে বলতে পার কথাটাকে বারংবার,
ঘাবড়ে যেতে যে কেউ পারে,
কথা শুনে যার তার,
বয়সকালে বন্ধু ভেবে ধরতে পার মোক্তার।
পুরুষ হলে সঙ্গিনী চাই,নারী হলে সংসার
এই কথাটা বলতে গিয়ে
ভাবতে যে হয় তিনবার,
এখন দেখি ঘুরছে সবাই
চক্র রেখায় যার তার
বয়স বাড়লে টের পাওয়া যায়,
কাছের সঙ্গী ডাক্তার।
#Companion
If you are young man, you want a wanton woman, if you are young woman, you want reform
If you want you can say it over and over again,
Anyone can panic,
Whoever listens to him,
Assignee can think of a friend in old age.
If it is a man, I want a partner, if it is a woman, I want a family
Speaking of which
Think that’s three times,
Now I see everyone walking around
Whose wire is in the cycle line
As you grow older,
Close companion doctor.
১০).
স্বপ্ন
শংকর ব্রহ্ম
বেঁচে থাকে কবি বাস্তবে নয়
স্বপ্নের ঘেরা টোপে
স্বপ্নগুলো সে জমিয়ে যে রাখে
হৃদয়ের খোঁপে খোঁপে,
কবির হৃদয়ে স্বপ্নের বাস
স্বপ্নের যাওয়া আসা
স্বপ্নগুলোকে দিতে চায় কবি
নব জীবনের ভাষা,
স্বপ্ন সে’সব কবিতা হয়েই
কবির নিকটে আসে
স্বপ্নরা সব কবিকেই যেন
মনে প্রাণে ভালবাসে।
#The_dream
The poet lives not in reality
Trapped in dreams
He saved the dreams
As part by part in heart,
Dreams live in the poet’s heart
Dreams come and go
The poet wants to give to these dreams
the language of new life,
The Dreams are come as the poetry
To the poet
All the dreams love the poet
Heart and soul.
১১).
আমাদেরবেঁচেথাকা
#শংকর_ব্রহ্ম
আমাদের নির্দিষ্ট কোন শোক ছিল না তাই
আমাদের নির্দিষ্ট কোন দাবী ছিল না ফলতঃ
আমাদের নির্দিষ্ট কোন পৃথিবী ছিল না সুতরাং
আমাদের নির্দিষ্ট কোন প্রেম ছিল না অতএব
আমাদের নির্দিষ্ট কোন আত্মজ ছিল না
আমরা সকলে শোক বিহীন
দাবী বিহীন
পৃথিবী বিহীন
প্রেম বিহীন
আত্মজ বিহীন
বেশ বেঁচে ছিলাম
বেশ বেঁচে আছি
বেশ বেঁচে থাকব
তবুও কোথায় যেন টান পড়ে বাঁচার কথায়।
#Our_survival
So we had no specific grief
We had no specific demands as a result
So we had no specific world
So we had no specific love
We didn’t have a specific identity
We are all without grief
Unclaimed
without world
without love
without relatives
we were quite alive
We were alive
We will live well
However, there is no tension in the words of survival.
১২).
ভালবাসা_তুমি
#শংকর_ব্রহ্ম
প্রাচীন ভারতে আজ তোমাকে মানাত ভাল
তুমি কি জঙ্গলে থাক নারী, কতদূরে বাড়ি?
ভালবাসা মরে না কখনও নিজে
বীজমন্ত্র হয়ে পাথরের নীচে
চাপা পড়ে থাকে, বহুদিন আয়ু
একটু প্রশ্রয় পেলে জল ও বায়ুর
শিশুর মতই সে বেড়ে উঠতে চায়
আকাশের গায় খুঁজে ফেরে নক্ষত্র হৃদয়
প্রাচীন বল্কলে আজ তোমাকে মানাত ভাল,
তুমি কি জলের গভীরে থাক নীল শ্যাওলায়?
#You_the_love
In ancient India today you are respected
Do you live in the forest woman, how far home?
Love never dies by itself
Stays under the rock as incantation seed
A long life is suppressed,
Water and air if given a little indulgence
He wants to grow like a child
Searches starry heart in the sky
It is better to worship you today in the ancient cloak
Do you live deep in the blue algae?