SANKAR BRAHMA

#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#অষ্টাদশ_পর্ব (#কবিতাকে_যেতে_হবে)
—————————————————————-
#নির্বাচিত_একডজন_কবিতা
#শংকর_ব্রহ্ম
—————————————————————-

১).

#কবিতাকে_যেতে_হবে
#শংকর_ব্রহ্ম
———————————–

কবিতাকে আমি মুক্তাঞ্চলে নিয়ে যেতে চাই
তাকেও চেনাতে চাই পথঘাট –
অন্ধগলি বেশ্যালয়, শুঁড়িখানা,চোঁয়া ঢেকুরের স্বাদ
পৃথিবীর গোপন আস্থানা,আঁস্তাকুঁড় -গৃহস্থের ঘর
সবকিছু তাকে আজ চিনে নিতে হবে
জেনে নিতে হবে সেই খেলার নিয়ম
বুঝে নিতে হবে তাকে শরীর ও মননের ভাজে ভাজে
কোথায় কি আছে, আর কোথায় কি নেই।

বাতসে কতটা ঘ্রাণ বারুদের
বাতাসে কতটা স্বাদ সোহাগের
দুপুরের নির্জন গন্ধ, কোন রমণীর
বুকের ভিতরে রয়ে গেছে কিনা?
কবিতাকে সেই সব জেনে নিতে হবে
আজকাল বুঝে নিতে হবে তাকে
কার বুকে কতখানি প্রেম
আর কার বুকে কতখানি দীর্ঘশ্বাস জমা হয়ে আছে।

#The_poetry_must_have_to_go
——————————————————

I want to take poetry to the free zone
I want to know her too field and road
Blind lane, brothels, taverns, the taste of belching
The secret abode of the world, dumping ground – the house of the householder
Everything she has to recognize today
She has to know the rules of the game
She has to understand her in the folds of body and mind
Where there is what, and where there is nothing.

How much gunpowder smells in the air
How sweet the taste in the air
The lonely smell of noon,In any lady’s breast
Whether it is inside the bosom?
Poetry has to know all that
Nowadays he has to understand
How much love in someone’s bosom
And how many sighs have accumulated in the bosom of the person.

—————————————————————-

২).

#কবির _অনুভব
#শংকর_ব্রহ্ম
—————————-

কথাগুলো লুকিয়ে ছিল মনের পাতায়
শব্দরূপে বেরিয়ে এল বই আর খাতায়,
কী বিস্ময়! কী বিম্ময়!
এসব কথা লুকিয়ে ছিল আমার ভিতর
গোপন ব্যথায়
রূপকথায়?

পাঠক কি আর মূল্য দেবে সঠিক তার?
টানা-পোড়েন চলবে কত,
তবু বুঝবে কিছু সমজদার।
এখন আমি করব কি আর?
কথাগুলো এখন তো নয় একা আমার?
শব্দগুলোর সত্ত্ব শুধু কবিতার।

#The_feeling_of_the_poet
——————————————-

The words were hidden in the pages of the mind
Those come out in books and notebooks,
What a surprise! What the surprise !
These words were hidden inside me
In my secret pain
In fairy tales?

What will the reader value that correctly?
How long will the decision wave last?
But some appreciatives will understand.
Now what else do I do?
The words are not mine alone?
The essence of words for only poetry.

—————————————————————-

৩).

#ভয়_ভাবনা
#শংকর_ব্রহ্ম
————————-

কি জানি কি হয়
করে শুধু ভয়
দ্বিধা সংশয়ে মরি,
ভয়ে ভয়ে আমি
ঠিক যে তখনই
মনটাকে চেপে ধরি।
ছাড় ছাড় ওরে
যাব আমি মরে
সে যে শুধু হাসফাস করে,
মনটা মরলে পরে
আমিও কি ওরে
জীর্ণ পাতার মতো
অনায়াসে যাব ঝরে?
আগে সেই ভয়
করে নিতে জয়
হবে নিজ ভিতরেই,
না হলে সে ভয়
কুরে কুরে ক্ষয়
করে দেবে অচিরেই।

#The_thought_of_fear
—————————————

I don’t know what happens
Only fear in mind
I die in doubt,
I am afraid
Just then
I hold the mind.

Leave me alone
I will die
Mind says with suffocations ,
If the mind dies
May I live also?
Or like a worn leaf
Will I fell down?
Before that
I have to win the fear
Within myself,
Otherwise the fear
Slowly will decay me
soon.

—————————————————————-

৪).

#বিস্ময়
#শংকর_ব্রহ্ম
————————

একদিন সবাইকে চলে যেতে হবে জানি
তবু তা ভাবতে চাই না হায়
ভাবলে বাঁচাটাই আলুনি হয়ে যায়,
হু হু করে কেঁদে ওঠে মন
জমানো সম্পত্তি আর ধন
পাহাড় হয়ে যেন চাপা দিতে চায়,
তব মানুষ অন্যকে ঠকিয়ে বেঁচে আনন্দ পায়
কী বিস্ময় ! কী বিস্ময় !

#Surprise
——————–

I know everyone will have to leave one day forever
Still, I don’t want to think about it
If think that survival becomes unsatisfactory,
Like wild fire ‘Hu hu’ cried
Accumulated property and wealth
As if try to crush me being the mountain,
Yet people get happiness by cheating others
What a surprise! What a surprise!

—————————————————————-

৫).

#ভেজা_মনের_কথা
#শংকর_ব্রহ্ম
———————————–

শক্ত হয়ে বসব যখন হালে
লাগবে বাতাস পালে
সূর্য নিবিড় আভা দেবে
রাঙিয়ে তোমার গালে।
বৃষ্টি ভেজা দুপুরগুলো
আসত ফিরে যদি,
বুকের ভিতর বয়ে যেত
উথাল পাথাল নদী।

সুখের মাঝে ভাসব যদি
উথাল পাথাল স্রোতে,
আনন্দে যে ভিজবে এ’মন
নিবিড় অশ্রুপাতে।
বৃষ্টি ভেজা সন্ধ্যাগুলো
বাজায় নূপুর মনে
সেই কথাটাই বলব আমি
তোমার কানে কানে।

#The_story_of_the_wet_ mind
————————————————–

When I sit tightly stearing of the boat
The winds flow on the wing
The sun will give an intense glow
On your cheeks.
Rainy afternoons
If you come back,
It wil flow inside the bosom
Turbulent stream of the river.

I float in the middle of happiness
In the turbulent stream,
This mind will be soaked in joy
In the intense tears.
Rainy evenings
The nupur rining in mind
I will say that
In your ear secreatly.

—————————————————————-

৬).

#ইচ্ছে
#শংকর_ব্রহ্ম
————————-

কত রকম ইচ্ছেরা সব মনের ভিতর ঘোরে
কোনটা খুব চেপে ধরে কোনটা থাকে দূরে,
জানি না সব ইচ্ছেগুলো থাকে কোন সুদূরে,
কখন আসে কখন বা যায়,আসে কেমন করে?
যায় বা কেন দূরে?
ঘুমোতে যাওয়ার আগে তুমি আমায়
একটুখানি ইচ্ছে দিয়ে যাও,
কাল সকালে পুরণ করে ফিরিয়ে দেব তাও।

#Wishes
————————

How many desires revolve inside the mind
Which is too tight to hold away,
I don’t know where all the desires stay,
When it comes, when it goes,
How does it come?
Goes away or why?
You tell me before you go to sleep
Go with a little desire,
I will return it tomorrow morning.

—————————————————————-

৭).

#স্বপ্নকথা
#শংকর_ব্রহ্ম
—————————

তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
তুমি, নিম রাজী হও যদি –
মুখ তুলে আর দেখব না যে পূর্ণিমার ওই চাঁদ
তোমায় ছাড়া সব দেখা আজ বাদ।
ঘুম না এলে পরে, মুখটা তুলে ধরে
কপালে দিয়ে ছোট্ট একটা চুমো
বলব,এবার ঘুমো।
তুমি রাজী হও যদি
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী,
যদিও কোথাও যাইনি অদ্যাবধি।
তোমায় নিয়ে স্বপ্নে ভাসি
তোমায় ভেবে একলা হাসি
হাসতে হাসতে পরবো ফাঁসি
তাতে কার বা কি?
আমি তোমায় স্বপ্নে শুধু কাছে টেনে নি।

#Dream_story
—————————

I will take you around the river from the mountains
If you agree, a little
I will not look up and don,t see that full moon
Exclude all seeing today except you
When you can’t sleep, l will raise your face
A small kiss on your forehead, I will say sleep now.
If you agree
I’ll take you around the river from the mountains,
Although I haven’t been anywhere so far.
Floating in dreams with you, laughing alone thinking of you
I will be able to laugh and be hanged.
I didn’t just pull you closer in my dream.

—————————————————————-

৮).

#আশ্চর্য_সময়
#শংকর_ব্রহ্ম
————————-

এখন আমার কোন কষ্ট নেই আর,
জেনে গেছি মৃত্যু সমাগত
সব কষ্ট তুলে দিয়ে তাকে
যতদিন আছি নিশ্চিন্তে বাঁচি।

এখন আমার কোন দুঃখ নেই আর
সব দুঃখের ভার
তুলে দিয়ে ঘাড়ে তার
নিশ্চিন্তে নির্ভার আনন্দেই আছি।

এ এক অদ্ভুত সময়
যখন দুঃখ কষ্ট ব্যথা ভয়
সব কিছু চলে গিয়ে দূরে, হাল্কা হয়ে মন
কাটে এক আশ্চর্য সময়।

#The_amazing_time.
———————————-

I have no problem now,
I have known that death is imminent
By giving him all the trouble
As long as I can live in peace.

Now I have no griefs
The burden of all sorrow
By lifting that on his neck
I am confident and happy.

This is a strange time
When grief trouble pain fear
Everything goes away, the mind becomes light
I am spending the amazing time.

—————————————————————-

৯).

#বিরহব্যথা
#শংকর_ব্রহ্ম
———————-

১).

ভালবাসি যখন তখন
তবুও কাছে আসিস না,
লনে একা টেনিস খেলিস
আমায় ভুলেও ডাকিস না।

জানলা ধরে দাঁড়িয়ে থাকি
দেখি না তবু তোকে
আমার এখন সময় কাটে
বন্ধুদের সঙ্গে রকে।
২).

শীতের রাতে মুখ দেখি না
জানলা থাকে বন্ধ,
খেজুর গাছে ঝুলছে হাঁড়ি
পাই যে রসের গন্ধ।
ভোরের আলো ফুটবে যখন
আমি তো তখন আপন মনে,
তুই তখন ঘুমে মগন
থাকি যে তোর অন্বেষণে।

#Separation_pangs
—————————————-

1).

When I love you now and then
Still don’t you come to me closely,
You play tennis alone on the lawn
But don’t call me forgetting myself.

I stand by the window for looking you
yet,I don’t see you
I have passed my time now
On the rock-yard with my friends.

2).

I don’t see your face on a winter night
The windows are closed,
Mud-vessel is hanging on a palm tree
Comes near the smell of that juice.
When the light shines in the morning
I remember you then,
You are asleep then
I am in search of you.

—————————————————————-

১০).

#তুমি_না_থাকলে
#শংকর_ব্রহ্ম
——————————

তোমাকে নিয়ে অনেক কথাই লেখা যায়
কিন্তু আমি শুধু একটা কথাই বলব এখন
তুমি না থাকলে বোধহয়
নিজেকে আর চেনা হতো না আমার।

তুমি এলে, আমার সব বাসনা বিলীন হয়ে যায়
কামনার মুহূর্তে যেই দু’হাত তুলে সামনে দাঁড়াও
এক হাতে সুধা পাত্র আর অন্য হাতে বরাভয়
তখন আমার যে কী হয়,বলব কি আর !

আজ মনে হয়,তুমি না থাকলে বোধহয়
আমার এ’জীবন পূর্ণতা পেত না আর।

#If_you_aren’t
——————————

A lot can be written about you
But I will say only one thing now
Maybe without you
I would not able to know myself anymore.

When you come, all my desires are gone fly
You stand in front of me with both hands raised at that moment of desire
Nectar pot in one hand and fearlessness in the other hand
Then what happens to me, what else to say!

Today, I think, maybe without you
My life was no longer complete.

—————————————————————-

১১).

#ভাল_মন্দ
#শংকর_ব্রহ্ম
—————————–

এতদিন বেসামাল জীবন কাটিয়ে
পড়ন্ত বেলায় এসে মনে হয় কেন
রাশ টানা প্রয়োজন ছিল?
কিন্ত কখন? কোথায়?
সে কথা বুঝিনি তখন,
আজও তা বুঝি কি?

বুঝি না তো অনেক কিছুই
তবুও জীবন চলে
সময়ের আঁকা বাঁকা স্রোতে
প্রবাহিত নদীর মতোই
বোঝা ও না বোঝার ভিতর দিয়েই –
সময়ের কাছে কোন ভাল মন্দ নেই,
যে যার মতোন করে আমরা সবাই
নিজেদের ভাল মন্দ ঠিক করে নিই।

#Good_and_evil
——————————

After living uncontrolled life for so long time
Why it seems at the so late time?

Needed to be restrain, but when? Where?
I didn’t understand, do I still understand it?

I don’t understand many things but life goes on
Like a river flowing in the curved currents of time
Through understanding and not understanding
There is no good or evil in time,
That’s we do all as of our wish
We fix our own good and evil.

—————————————————————-

১২).

#বিজয়_দিবসের_দাবী
#শংকর_ব্রহ্ম
———————————–

বুক ফাটে তো মুখ ফোটে না,
বলব কি আর মুখে?
বুকের ভিতর অনেক জ্বালা
নেই তো মোটেই সুখে।

বিজয় বিজয় করছ বন্ধু
বিজয় মানে কি?
আজও দেখ মুখে সবার
অন্ন জোটেনি।

আজও দেখ কত মানুষ
এক কাপড়ে হাঁটে,
সারা জীবন কত লোকের
ভিটে ছাড়াই কাটে।

একেই যদি বিজয় ভাব
বলার কিছুই নাই,
বিজয় মানে সবার মুখে
দু মুঠো ভাত চাই।

#The_victory_day_demands
———————————————-

The chest does burst open,
What else to say?
A lot of burning in the chest
Not happy at all.

Victory Victory you are saying friend
What does victory mean?
Look at everyone’s faces even today
The food did not get.

See how many people today
Only one torn cloth with him
How many of the people throughout their lives
Spend without home.

If that is the idea of ​​victory to you
Nothing to say you
The victory means to the mouth of everyone
I want two handfuls of rice.

—————————————————————-

FA.png

শংকর ব্রহ্ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *