#শংকর_ব্রহ্মর_কবিতাগুচ্ছ
#নির্বাচিত_কবিতা
#শংকর_ব্রহ্ম
১).
#মন_মানে_না
শংকর ব্রহ্ম
——————
যাকে চাই তাকে যে পাব না তা তো জানা,
তবু দুই ডানা মেলে দিই নিভৃত কুহকে
তাই দেখে বুঝি খুব হাসে লোকে,
যাকে পাই তাকে যে চাই না সে’কথা কি তার জানা?
তবু সব মানা মেনে নিতে পারি না কেন যে পলকে।
পথ ঘাট সব পড়ে আছে পড়ে থাক একা,
আমি আর যাব না কদম কুঞ্জে পেতে কারও দেখা।
ডানদুটো ক্লান্ত ভারী শ্রান্ত দেহ সঙ্গ চায় যার,
মানে না মন যে পাব না কখনও দেখা তার আর
তবু তার আমি দেখা পেতে চাই মনে মনে বারবার।
The mind does not accept
——————————————-
Knowing that I will not get whom I want,
I open my two wings lonely in the mystery
For that people laughing a lot,
Does they know that I doesn’t want that which I get?
Yet I can’t accept all that, moment.
The roads and ghats are all lying, lie alone,
I will not go to meet anyone to get in under the Kadam tree.
Two wings are tired heavy heavy tired body who wants to accompany,
The mind does not accept that
I will never meet with her again
So I wish to see her again and again.
—————————————————————
২).
#পৃথিবীর_কান্না
শংকর ব্রহ্ম
—————————
আমরা যদি কষ্ট পাই মনে,
পৃথিবী অঝরে কাঁদে একা সংগোপনে।
আমরা যদি হাসি,খুশিতে পাখিরা
আকাশ বাতাস মুখরিত করে তোলে গানে।
প্রখর রোদ্র-তাপে কষ্ট দিয়ে নিদারুণ ভাবে,
পুড়িয়ে মাঠের ফসল, গ্রীষ্ম মানুষকে খাবে।
তাই বৃষ্টি আসবে বলে নিয়েছে প্রস্তুতি
তবু মনে আছে বন্যার ভীতি
ফসল যদি নষ্ট হয় বন্যায় ভেসে যায়
তবে পৃথিবী খুব কষ্ট পায়।
আমরা যদি কাঁদি,
তাই দেখে পৃথিবী অঝরে কাঁদে হায়।
The cry of the earth
——————————–
If we suffer in our mind
The world hides and cries.
The birds are happy when we smile
They fill the sky and the wind with songs.
In the heat, field crops are burning,
The summer will eat the people.
So we prepared for the rain
Yet we fear flooding
Floods destroy crops,
The world suffers a lot for this.
If we cry,
That’s why the world cries a lot for us.
—————————————————————
৩).
#মৌলিক_স্বাধীনতা
শংকর ব্রহ্ম
—————————
শব্দকে জুড়ে জুড়ে একটা স্বপ্ন গড়তে চেয়েছিলাম ,
অথচ ভিতরে ভিতরে কখন তা নিঃশব্দে ভেঙে পড়েছে
আমি তা টের পাইনি মোটেও।
শব্দ সব জড়ো করে একটা সমাজ গড়তে চেয়েছিলাম,
অথচ দেখতে দেখতে কখন তা
অসামাজিক হয়ে উঠেছে মোটেও বুঝতে পারিনি আমি।
শব্দগুলো এখন তাই ভাড়াটে সৈনিকের মত
এদিক ওদিক ঘুরে তোলা তোলে ফেরে।
এখন শব্দগুলো আর মৌলিক স্বাধীনতায় ভর দিয়ে
এক পা-ও চলতে পারে না।
Fundamental Liberty
———————————
I wanted to build a dream across the word,
But when it is inside, it is broken silently
I didn’t realize it at all.
I wanted to build a society with all the words,
But when to see it
I did not understand at all that it has become anti-social.
The words are now so mercenary
Turns back and forth.
Now with words and mass freedom
Not a single foot can move.
—————————————————————
৪)
#কবি
শংকর ব্রহ্ম
———————
কবি হয় না ঘরের আপন, হয় সে শুধু পরের আপন
হয় না কবি দলের ফানুস
হয় না কবি বলের কাছে নতজানু মানুষ
হয় না কবি খলের
সে যে সকল কালের প্রতিনিধি সতর্ক এক মানুষ।
কবি যে হয়, আপন মনের খুশি মতো চলতে ভালবাসে,
নিজের দুঃখে নিজের ব্যথায় মন খুলে সে হাসে
অথচ ভালবাসা ছড়িয়ে দেয় সে ঘাসে।
কবি হয় না সবার মত,তার বুকের ভিতর স্বপ্ন যত
তার ফলনে আগ্রহ তার, মনের ভিতর অসীম অপার।
( কবি কারও দাস নয়,কবি কারও বাঁশও নয়
হয়তো সে হতে পারে,কারও গাঢ় শ্বাস
কবি কারও´বস্`নয়,বশও নয় কারও
কবি মানে তার চেয়ে বড় কিছু আরও।)
The Poet
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
The poet is not the relative of his house, he is just the next relative
Not the lantern of the group is a poet
Either the poet is a man on his knees to the power
Not the poet hypocrite
He is a man who represents the representative of all times.
The poet that is, loves to go on as he pleases,
He smiles, opening his mind to his own pain
But love spreads on the green grass.
The poet is not like everyone else, as much as the dream inside his chest
His interest in the immortality is infinite in his mind.
(The poet is no one’s slave, the poet is no one’s bamboo
Maybe he was, someone’s deep breath
The poet does not belong any party , nor does anyone for greed
Poet means something bigger than that.)
—————————————————————
৫).
#সেই_হাত
শংকর ব্রহ্ম
——————-
শুধু সেই হাতটাই নেই,আর সব আছে যথাযথ
খোলামেলা আকাশ,পলাশরাঙা মৃদুমন্দ হাওয়া,
শুধু মুখখানা আর ভাসে না দু’চোখে অবিরত
অগনন নক্ষত্রের মাঝে যার নিপুন আসা যাওয়া।
বাতাসে আসছে ভেসে ঘ্রাণ তার বসন্তের গানে,
সে যে কোথায়ও নেই,সে’কথা কি বসন্ত জানে?
হাতটাই নেই শুধু,আর সব ঠিক ঠাক আছে
এই বসন্তবাহার পরিবেশে ধারে আর কাছে,
পলাশ বনের ছুটে আসা হাওয়া জানায় আমন্ত্রণ,
তার রেশ ছড়িয়ে পড়ে আনচান করে ওঠে মন
শুধু সেই হাতটাই নেই দেখি,আমি এক অভাজন
যেই হাত ধরে তার কাছে অনায়াসে যেতাম এখন।
That hand
————————–
Not only that hand, but everything is appropriate
Clear skies, gentle breeze,
Only the face no longer floats and the two eyes continue
Among the innumerable stars whose skill is to come and go.
The scent wafting in the air in its spring song,
Does that spring know she is nowhere to be found?
Not only that hand, but everything is fine
Closer to home this spring,
The wind that blows in the forest of Palash invites,
Its rash spread and his mind became restless
I just don’t have that hand, I’m an unlucky one
Now I would go to the forest of Palash effortlessly holding her hand.
—————————————————————
৬).
#স্বর্গলোক
শংকর ব্রহ্ম
——————–
তুমিই আমার মিষ্টি সোনা, তুমিই আমার মন
তোমার উপর রাগ করে আর থাকব কতক্ষণ?
সুজন আছে অনেক আমার, মিষ্টিসোনা এক
মনকে বলি, মিষ্টিসোনার দিকেই শুধু দেখ।
অনেক মায়ায় গড়েছি এই সোনার সংসার,
তুমি আমি ছাড়া সেথায় কেউ থাকে না আর।
একটি শিশুর মুখ উঁকি দেয় হঠাৎ অপলক,
তোমার ভিতর পৌঁছে গেলেই সুখের স্বর্গলোক।
বাতাস জানে সে সব কথা,
আকাশ শুনে হাসে
হাস্নুহানার গন্ধ এসে বসে আমার পাশে,
আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দিতে পারি,
হাস্নু শুনে, বিশ্রি ভাবে হাসতে থাকে ভারী।
তোমার ভিতর মায়ার জগৎ থাকে বিলক্ষণ
সকল সময় সেইখানে যে থাকে আমার মন।
তোমার দিকে বিশ্ব জগৎ তাকায় অনিমেষ
একটি নতুন মুখ উঁকি দেয় হঠাৎ কেমন বেশ।
Heaven
——————–
You are my sweet girl, you are my mind
How long will I be angry with you?
I have a lot of heartly friend, one of the sweetest you are,
I tell my mind, just look at the sweets.
I have built this golden world with a lot of Illusion,
There is no one there except you and me.
A baby’s face suddenly peeks out,
As soon as it reaches inside you, it is a paradise of happiness.
The wind knows he smiles when he hears everything
The smell of Night jasmine flowers came and sat beside me,
I can send him to you,
Hearing Night jasmine flowers ,he started laughing awkwardly.
The world of Illusion is wonderful inside you
My mind is there all the time.
The world looks at you incredulously
A new face peeks out.
—————————————————————
৭).
#আশ্চর্য_সময়
শংকর ব্রহ্ম
————————-
এখন আমার কোন কষ্ট নেই আর,
জেনে গেছি মৃত্যু সমাগত
সব কষ্ট তুলে দিয়ে তাকে
যতদিন আছি নিশ্চিন্তে বাঁচি।
এখন আমার কোন দুঃখ নেই আর
সব দুঃখের ভার
তুলে দিয়ে ঘাড়ে তার
নিশ্চিন্তে নির্ভার আনন্দেই আছি।
এ এক অদ্ভুত সময়
যখন দুঃখ কষ্ট ব্যথা ভয়
সব কিছু চলে গিয়ে দূরে, হাল্কা হয়ে মন
কাটে এক আশ্চর্য সময়।
Amazing time.
————————-
I have no trouble now,
I have known that death is imminent
By giving him all the trouble
As long as I live in peace.
Now I have no griefs
The burden of all sorrow
With a lift on his neck
I am confident and happy.
This is a strange time
When grief trouble pain fear
Everything goes away, the mind becomes light
I spend the amazing time.
—————————————————————
৮).
#কবিতা
শংকর ব্রহ্ম
———————
চারিপাশে আজ শুধু রুখা শুখা দিন
এখন লেখার মতো নেই কিছু ক্ষীণ অনুভব
তবু সে ছাড়ে না পিছু কিছুতেই,
নাছোড় বান্দার মতো করে, অকস্মাৎ চড়ে বসে ঘাড়ে,
আমি তাকে অপমান করি,অপমানে ক্ষুব্ধ হয় সে,বোঝে না যে
মাঝে মাঝে ব্যথা জমে হৃদয়ে আমার, যেমন তোমার, তাহার।
সাত চড়ে রা কাড়ে না, এমন সুবোধ মানুষ আর কই?
সে তো আর তেমন অনাবিল ভিন্ন কিছু নয়,
অভিমান তারও হয়, সে-ও দূরে রয়
অবশ্য, খুব বেশী দূরে নয়, আসে পাশে ঘোরে
কবিতা নামে সেই প্রিয় সই।
Poetry
———————
All around today is just a dry day
There is no feeling like writing now
Yet she never gave up,
Like a stubborn servant, she suddenly sits on my neck,
I insult her, she gets angry at that insult, she doesn’t understand that
Sometimes my heart, like yours, is in pain.
He does not protest against tyrannize, where is such a sensible person?
She is no different.
Pride is also her, she is also stay away
Of course, not too far away, she stay near me
That favorite female friend in the name of poetry.
—————————————————————
৯).
#স্বপ্নকথা
শংকর ব্রহ্ম
———————
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী
তুমি, নিম রাজী হও যদি –
মুখ তুলে আর দেখব না যে পূর্ণিমার ওই চাঁদ
তোমায় ছাড়া সব দেখা আজ বাদ।
ঘুম না এলে পরে, মুখটা তুলে ধরে
কপালে দিয়ে ছোট্ট একটা চুমো
বলব,এবার ঘুমো।
তুমি রাজী হও যদি
তোমায় নিয়ে ঘুরতে যাব পাহাড় থেকে নদী,
যদিও কোথাও যাইনি অদ্যাবধি।
তোমায় নিয়ে স্বপ্নে ভাসি
তোমায় ভেবে একলা হাসি
হাসতে হাসতে পরবো ফাঁসি
তাতে কার বা কি?
আমি তোমায় স্বপ্নে শুধু কাছে টেনে নি।
Dream story
———————
I will take you around the river from the mountains
If you agree, a little
I will not look up and don,t see that full moon
Exclude all seeing today except you
When you can’t sleep, l will raise your face
A small kiss on your forehead, I will say sleep now.
If you agree
I’ll take you around the river from the mountains,
Although I haven’t been anywhere so far.
Floating in dreams with you, laughing alone thinking of you
I will be able to laugh and be hanged.
I didn’t just pull you closer in my dream.
—————————————————————
১০).
#সভ্যতার আলো
শংকর ব্রহ্ম
——————————
কোন কষ্টই এত ভয়ংকর নয়
খিদের মতো,
কোন রাত্রিই এত অসহ্য নয়
যা আমাদের সহ্যের বাইরে,
অসহ্য খিদেই আমাদের ঘরে
ও পৃথিবীর বুকে
সভ্যতার আলো জ্বেলেছে।
কোন যাদু মন্ত্রেই
যা কখনো সম্ভব হয়নি।
The light of civilization
————————————
No suffering is so terrible
Like hunger,
No night is so unbearable
Which is beyond our tolerance,
In our house
And in the bosom of the earth
Unbearable hunger
Is lighting the light of the civilization .
In no magic incantation
Which has never been possible
—————————————————————
১১).
#পাথরের_মতো
শংকর ব্রহ্ম
————————–
তুমি তো বোঝ না কিছু
তবু আমি মিছু মিছু তোমাকে নিয়েই
কত কথা ভাবি মনে মনে
জনে জনে সবই তা যায় না বলা ডেকে
তাই পথ চলা থেকে থেকে ভার হয়ে ওঠে
ভাবনার গতিপথ তার বুক চিরে দ্রতলয়ে ছোটে।
অনেক না বলা কথা আর সব অবুঝ কথারা যত
জমে জমে বুকের কিনারে
ভারী হয়ে আছে খুব যেন ঠিক পাথরের মতো।
Like a stone
————————–
You don’t understand anything
Yet I lie to you
I think about how much I think
Everyone called to say that it does not go
So walking became a burden
The trajectory of the thought cut through his chest.
Not much to say and all the nonsense
Frozen on the edge of the chest
It has become very heavy, just like a stone.
—————————————————————
১২).
#শান্তির_খোঁজে
শংকর ব্রহ্ম
—————————–
শান্তি নামের মেয়েটি আজ
হারিয়ে গেল কোন খানে?
বিশ্ব তাকে খুঁজতে গেল
সাগর পাতাল আসমানে।
কোথাও খুঁজে না পেয়ে তাকে
সে ফিরলো না আর ঘরে
বলো না আজ ক’জনে আর
বিশ্ব শান্তির খোঁজ করে?
Seeking peace
————————–
The girl named Shanti is today
Lost somewhere?
The world went in search of him
Sea underground in the sky.
Not finding him anywhere
He did not return home
Don’t tell me how many more there are today
The world seeks peace?