
Jভারতের সনাতন ধর্মের বিষয়ে , কিছু বলতে গ্যালে , শুরুতেই যেই বাক্যবন্ধ দিয়ে নিবন্ধের আরম্ভ করতে হয় , তা হলো , ভারতের সাহিত্য , ভারতের ইতিহাস , এবং সর্বোপরি ভারতের অন্তর্নিহিত দর্শনই হলো , ভারতের সনাতন ধর্ম ! ভারতের সনাতন ধর্ম হলো , ভারতের সংস্কৃতি ! বর্তমান যুগে যাকে আমরা ভাষা , লোকসংস্কৃতি ,লোকগাথা , লোকায়ত রীতি নীতি বলে অবিহিত করি !
ধর্ম শব্দের , অভিধানিক মানে খুঁজলে যেটা পাই , সেটা কখনোই ‘ Religion ‘ নয় ! ধর্ম অর্থ ‘ Property ‘, বা ‘Characteristics ‘ ! ভারতের সনাতন ধর্ম তাই , কোনো দিন ,কখনো , কোনো ভাবে ‘ Religion ‘ এর , কথা বলেনি !
তার বিশালত্ব , তার চারিত্রিক গুনে ! সে , শুধু বলেছে , মানবতার কথা , মানুষের কথা , ভালোবাসার কথা , ভালো থাকার কথা , ভালো লাগার কথা ! এই গুলি ভারতের সংষ্কৃতি,
মানবতাবাদ ভারতের দর্শন ! ভালোবাসা ভারতবাসীর সহজাত প্রবৃত্তি ! তাই এই গুলি ভারতবর্ষের সনাতন ধর্মের বিভিন্ন ‘ Element ‘ বা / ‘ Property ‘ !
আমাদের স্বভাব সুলভ একটা ‘ Notion ‘ আছে ,বা / ভ্রম আছে , আমি হিন্দু , তুমি মুসলিম , ও Christian , ও শিক , ইত্যাদি , ইত্যাদি ……! এখানে বিশেষ ভাবে বলার প্রয়োজন , ভারতের সনাতন ধর্ম মতে , মানুষ , জন্ম নিলেই সে হিন্দু ! ” By birth each individual is a HINDU”. কেননা হিন্দু হতে হয় না ,বা হিন্দুত্বের গ্রহণের কোনো ব্যাপার স্যাপার , সনাতন হিন্দু ধর্মে নেই ! কিন্তু ইসলাম ধর্ম কে গ্রহণ করতে হয় , কলমা পড়তে হয় , সুরাহা পড়তে হয় , জন্মেই সে ইসলামী হয় না ! সেরকমই ‘ খ্রীষ্টান’, ‘ দের , Baptised হতে হয় , খ্রীষ্টান হতে হলে ! শিকদের ও তাই — এবং অন্য ধর্মের ক্ষেত্র তাই ! আসলে
তফাৎটা , এখানেই অন্য ধর্ম বলা মানে , অন্য ‘ Religion ‘ বোঝানো হচ্ছে ! আসলে ভারতের সনাতন ধর্ম কোনো ‘ Religion ‘ নয় , এখনো নয় , কোনো কালেই নয় !
তাই সনাতন ভারতীয় ধর্মে , যখন বলা হয় ,” মানুষ এই ধরায় জন্ম নিলেই সে হিন্দু ” ! — সেটা নিছক একটা ‘ Connotation ‘ মাত্র – অর্থাৎ , হিন্দু না বলে , তাকে , কৃষ্ণ বলা যেতে পারতো , ‘ লর্ড ‘ , বলা যেতে পারতো , ‘ রহিম ‘ , বলা যেতে পারতো ! হিন্দু শুধু একটা নাম মাত্র ! আমার নাম ক্যানো সন্দীপ হলো ,আপনার নাম ক্যানো কৌশিক, এই তর্ক বৃথা ! বাবা মা নাম রেখেছেন তাই আমাদের এই নাম ! তাই নাম নিয়ে কাঁটা ছেঁড়া, মারা মারি না করে , ” হিন্দু ধর্মে ” কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করা ভালো!
ভারতীয় দর্শন , সনাতন ধর্ম এই তত্ত্বে বিশ্বাসী , মানুষ জন্ম নিলেই সে হিন্দু , আসলে সে,
”মানুষ ‘, এই সূক্ষ্ম দার্শনিক তত্বকেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে ! ভারতের সনাতন হিন্দু ধর্মের একটি শ্বাশত বাণী , সমগ্র বিশ্ববাসীর কাছে — হিন্দু ধর্ম — মানবতার কথা বলে , ভারতের সনাতন হিন্দু ধর্ম মানবতাবাদে বিশ্বাসী !
ধর্ম অর্থাৎ ” Property ‘ বা গুন্ ! ভারতের সনাতন ধর্মের গুন্ – অধ্যাত্ম -জ্ঞান , যা মানুষকে পবিত্র করে ! এই আধ্যাত্মিক জ্ঞানই আমাদের অন্তরের অন্তস্থলে অবস্থিত ! আত্মা – সম্বন্ধীয় জ্ঞান এবং একমাত্র আত্মজ্ঞানই মানুষকে আত্মিক স্বাধীনতা প্রদানে সক্ষম ! ‘ ভারতের সনাতন হিন্দু ধর্ম ‘ মানুষকে আত্মজ্ঞান দান করে ! আত্মজ্ঞানলাভের দ্বারাই মানুষ মৃত্যুকে অতিক্রম করে অমৃতের পথে অগ্রসর হয় , এবং পরিণামে আত্মার আলোয় আলোকিত হয়ে উঠিতে পারে !
সমস্ত প্রাণীকুলের মধ্যে একমাত্র মানুষই সত্যোপলব্ধির অধিকারী এবং অন্তর্নিহিত সত্যের অনুধাবনে সমর্থ ! একমাত্র মানুষুই সত্যলাভের এই বিশেষ অধিকার ও মর্যাদা দাবি করতে পারে !
মনুষ্যজন্মের সুবিধা ও মহিমার কথা স্মরণে রেখেই ‘ ভারতের সনাতন হিন্দু ধর্ম ‘ সমস্ত নরনারীকে সেই চিরন্তন মুক্তি ও শ্বাশত শান্তি বর্ষণকারী সত্যলাভের মহান অধিকারের তথা মনুষ্যজন্মের সদব্যবহার করবার জন্য বারবার আহ্বান জানাচ্ছে ,প্রেরনা দিচ্ছে !
সেই মহান আধ্যাত্মিক সত্যগুলি হলো —–
“অহং ব্রহ্মসমি ” — আমিই ব্রহ্ম ,
” তত্ত্বমসি ” —- তুমিই সেই
” প্রজ্ঞানাং ব্রহ্ম ” —— প্রজ্ঞাই ব্রহ্ম
” ওয়মাত্মা ব্রহ্ম ” ——- আত্মাই ব্রহ্ম
” সর্ব খুলু ইদং ব্রহ্ম ” —— এ সব কিছুই ব্রহ্ম .!!!!!
হরি ওম তৎ সৎ, হরি ওম তৎ সৎ, হরি ওম তৎ সৎ !!!
সন্দীপ ঘোষাল