
বিষয় :- কবিতা
শিরোনাম :- ” আজ বিকেলে “
কলমে :- সন্দীপ ঘোষাল
সংসার ঝাঁপিয়ে দাঁতনকাঠি আগুন
মায়ার বাঁধনে সাক্ষ্যপ্রমাণ লোপাট ।
ঘর-জ্বালানি হা -হা হি – হি ফাগুন
রাগের বোঝা বাসন বিছানা খাট ।
#
পুড়েই কাটে ফাঁকা ঘরের উঠোন
ঝাঁক- চড়াইয়ের ফুড়ুৎ ফুড়ুৎ ধুলো ।
টগরগাছে জ্যোৎস্না লেগে কখন
কেন জানি সাজায় বরণ কুলো ।।

আজ বিকেলে (২ )
কলমে :- সন্দীপ ঘোষাল
দিন ফুরিয়ে ‘বারিশ ‘ কাঁদে
হতাশ বুকে দাপাদাপি ।
কি হবে বল , বল কে বাঁধে
গা ঢলানি মাখামাখি ।
#
পেঁচাগুলো ভিজছে ভীষণ
ভীষণ ভেজে দুধেল গাই ।
জামগাছটা করছে শাসন
ঝড়ের বাতাস সাঁই সাঁই সাঁই ।
#
ঘুম পাচ্ছে জমাট আঁধার
হতাশ বুকে নিবিড় করে ।
কেউ যেন সে মুচকি হাসে
‘চেতনারই’ ভেকটি ধরে ।।