। অবিন্যস্ত আলো ।
সন্দীপ চট্টোপাধ্যায়
6/6/22
আর কতো আবীর মাখা ?
রামধনুর পিঠ সরু হ ‘তে হ’তে
সরীসৃপের সর্পিল গতি মতো
মরচে ধরা জ্যামিতি তে
হাত ধরার তীব্র আকুতি
অথচ তুমি নিরুত্তাপ ।
এক গন্ডুসে সাগর পান
হাড় – কঙ্কাল সার জলীয় মননে
আর একটু সমুদ্র মন্থনে র অনুমোদন ।
বনবাস থেকে বিপ্রলম্ভ শৃঙ্গার – –
শূন্য স্বপ্ন দেখা মুখে
মাটির গন্ধ নিতে ভুলে যাওয়া;
জোছনার পা ও আর মাটি ছোঁয় না
বিদগ্ধ ললাটের ইতিকথা পৌনঃপুনিক
হয়ে ফিরে ফিরে আসে
অস্তমিত অস্তিত্বের প্রতিবিম্বে বারে বারে ।
মাছরাঙা র গর্ভে রঙের অস্তিত্ব
ক্রমশ ক্ষীণ হয়ে আসা আলো র মতো ।
আর একটু মানুষের জন্য
অবিন্যস্ত অক্ষরে অক্ষরে
বার্তালাপ চলতে থাকুক…। ।
। । । সম্পূর্ণ । । ।