শিরোনাম: মনুষ্যত্ব
কলমে: সাইমা সেন
হাজার রকম পাস করিয়া লাভ কি বলো ভাই
হাজার চোরের নামে যদি তোমায় দেখতে পাই।
পাস করিয়া লাশ হইয়া ফেরেন কামারের ছেলে
এমএ পাসের সুসন্তান খুনের দায়ে যায় জেলে।
বাপকে দেয়না খেতে তারা,দেখি ফুটপাতে
শিক্ষা নিয়ে ধর্ষণ করে , তফাৎ কি তাতে?
চুরি করে শিক্ষিত ওই নেতার মতো গোঁফে
ঘুষের রাজ্যে নবকুমার নিজের আত্মা সঁপে।
শিক্ষিত সমাজে দেখি যৌতুকের মাছি বসে
শিক্ষা নিয়ে মারামারি ,রাস্তা ভরে রক্তরসে।
দু’টাকার চিনি কিনে দিনে ভজে হায় ঈশ্বর
রাতে সাধু চুরি করে মানেনাতো ধর্মধর।
অশিক্ষিত আছেন যারা তারাও হয় শামিল
দেশটা যেন মনে হয় ছোটখাটো হাতিরঝিল।
মায়ের ছেলে ছুরি হাতে মারে কত শত লোক
বিশ্ববিদ্যালয়ে দেখি কত শত অভিযোগ।
প্রেমের গল্প ফেসবুকে হয় ,খায় তাতে ঘুমের বড়ি
সৃষ্টি তোমার কিসের লাগি ও কমলা সুন্দরী।
বাপের টাকায় পড়াশোনা ,বাপকে বলে বুড়ো বাম
সয়তানের আখড়াতে দেখি বেসরকারি কত খাম।
উচিত বাবু গেছেন মারা কথা বলে পরীক্ষার
ছাত্রসমাজ অনলাইনে ছড়ায় ভিডিও করার।
ভালোমন্দের টানাটানি ,বিদায় নিতে হয় যবে
এই কথা কি শেষ কথা, দুনিয়া বিদায় নেবে।
https://www.facebook.com/groups/sahityapatrika/posts/1066252230698684/