sabita Kuiri

প্রকৃতি প্রেম
সবিতা কুইরী
০১-০৯-২০২১

প্রেম টা নাকি গাছে ফলে
প্রেম সুধা কয় লোকে
প্রেম কে পেতে বোকা যদু
গাছকে শুধু দেখে।

প্রেমে নাকি জোয়ার থাকে
শুনল যদু গানে
খুঁড়ে খুঁড়ে জলকে খোঁজে
ভাসতে প্রেমের বানে।

যদু র হল ফলের বাগান
গাছের পরে গাছ
জল থই থই তারই গাঙে
করছে খেলা মাছ।

প্রেমময় তার জীবন হল
ভীষণ সুখী আজ
আসল প্রেমে মজেছে মন
নকলে কি কাজ?

পুকুর পাড়ে গাছের তলে
কোকিল ময়না টিয়া
বিরহের এক গান ধরছে
কার ভেঙেছে হিয়া।

পাখিরা সব গানের সুরে
বলছে কত কথা
প্রেমরোগের নেইকো ঔষধ
মনে লাগে ব্যাথা।

গান থামিয়ে বলল যদু
শোন কোকিল টিয়া
প্রেম করলে প্রকৃতি কে
ভাঙবে না তো হিয়া।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *