শুভ যোগমায়া দিবস
সবিতা কুইরী
30/08/2921
একই দিনে মা হলেন
দেবকী যশোদা
মহা দৃশ্যের সাক্ষী হল
স্বয়ং বসুধা।
শ্রী কৃষ্ণের প্রাণসংশয়
কংস কারাগারে
সুরক্ষিত যোগমায়া
নন্দ পরিবারে।
কন্যা শিশুর অবহেলা
দেবকুলেও ছিল
যোগমায়ার প্রক্সি দেওয়া
এটাই যেন হল।
আড়ম্বরে করছি পালন
জন্মাষ্টমীর তিথি
আত্মত্যাগের জন্মদিন
সবই হল ইতি।