অভিনয়
অনুপমা রায়
একটা দমকা হাওয়া-
তছনছ হয়ে গেল সবকিছু।
শেষ হল সম্পর্ক।
সমাপ্তি ঘটল ভালোবাসার।
এখন শুধু স্মৃতিকথার জাবর কাটা।
রাতের পর রাত জেগে চোখের জলে যন্ত্রণার আগুন নেভানো।
আগেও রাত জেগেছি তখন সঙ্গে তুই থাকতিস।
গান শুনতাম,শুনতাম সুখ দুঃখ আর ভালোবাসার কথা।
গভীর রাতে প্রেমের অনুভূতিতে রোমাঞ্চিত হতো শরীর।
কাকভোরে হত কথা বলতে বলতে।
শুনতাম তোর প্রাক্তন প্রেমিকার কথা।
শুনে কষ্ট হত তোদের দুজনের জন্য।
বলতিস সে সব অতীত।
বর্তমান নাকি আমি।
এখন শুধু আমরা দুজন।
স্বপ্নের দেশে হারিয়ে যেতাম
আমরা।
কোন স্বার্থ ছিল না তাই তোকে হারানোর ভয় ছিল না।
তোর সততা আর সুন্দর মনটা দারুন লাগতো আমার।
পৃথিবীতে যা অনেকের থাকে না।
খুব গর্ব বোধ হত।
তারপর………
না না আর ভাবতে পারছি না।
আমার বাড়িতে দেখা হল দুজনের ।
একদিন থাকলি দারুন মজা হল।
রাত জাগলাম তোর হাতে হাত রেখে।দারুন অনুভূতি হল।
পরের রাতেও ঠিক হাতে হাত টা রাখব একটা মেসেজ এল তোর ফোনে।
আমি দেখে ফেললাম।
দেখে পা থেকে মাটি সরে গেল।
বাকরুদ্ধ হলাম।চোখের ঘুম চোখেই মিলিয়ে গেল।
দেখলাম—-
পড়লাম… তোর বর্তমান প্রেমিকার মেসেস।
এই দুদিন তার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিরহের মেসেজ।
অতীত সে তো অতীত
বর্তমান প্রেমিকা থাকতে আমার সঙ্গে বর্তমানের অভিনয় টা কেন করলি
সেই কারণ টা এখনও আমার কাছে অজানা।
আচ্ছা সব টা তো শুনলেন
পাঠক হিসেবে বলবেন এ অভিনয় কোন স্বার্থে?
অতীত আর নকল বর্তমানের ঘেরাটোপে আসল বর্তমান ভালোবাসাকে আগলে রেখে সুরক্ষিত রাখার প্রচেষ্টা কি?
তাহলেও প্রশ্ন এর জন্য আমার সঙ্গে অভিনয়ের খুব দরকার ছিল।
ভালো বন্ধু হলে কি চলতো না??