S M Shahnoor

জনতার সেবক আনিসুল হক -এস এম শাহনূর

সবাই নেতা মন্ত্রী আমলা আমজনতা কই?
বঙ্গ দেশের সোনার ছেলে ঐ দেখনা অই।
নিচে চেখে উপ-র দেখতে টেনে নিলেন মই
কথাকর্মে না মিলিলে খাওয়াইত বকের দই।

বাতাসে হেলে পড়বে দুলবে টিনের চালা
এমন চিন্তা ঝেরে ফেলে সামলাও ঠেলা।
দেশজুড়ে দুটো মানুষ,পিছুটান যাঁদের নাই
তাঁদের পিতা বাচ্চু খোকা বন্ধু প্রতিম ভাই।

সবাই যদি অসৎ হবে দেশটা কেমনে চলে?
“দুর্নীতি হলে ব্যবস্থা”এড.আনিসুল হক বলে।
এমন সাদামনের মন্ত্রী থাকে কোন দেশেতে বলো?
আরেকজন ছিলেন শেখ মুজিব জাতি বঙ্গবন্ধু বল।

২৭ মে ২০২২।
কসবা।

[ মই বেয়ে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। রাজাপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ২৭ মে,২০২২, শুক্রবার ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *