আমি ঝড়
জন্ম থেকেই শুরু হয় আমার অস্থিরতা ।
মৃত্যুর অস্থিরতা ।
জন্ম লগ্ন থেকেই পাক খেতে খেতে ক্লান্ত হয়ে উঠি।
মাতৃ জঠর থেকে বেরিয়েই
মৃত্যুর দিন গুনি আমি ।
যন্ত্রণায় ছটফট করতে করতে
আছড়ে পড়ি ভূপৃষ্ঠে ।
তার পর তো সব জান তোমরা।
উঃ কি শ্বাস কষ্ট কি যে কষ্ট
দম বেরিয়ে যেতে চাই।
মাটি কামড়ে গাছ উপড়ে ধানের ক্ষেতে শুয়ে থাকার ছটফটানি
তো দেখেছ তোমরা।
শুনেছি মাটির ঘরে শান্তি থাকে।
তাই তো একটু শান্তি র আশাই
সেখানে আশ্রয় খুঁজি।
কিন্তু হাই থামে না অস্থিরতা ।
ভেঙে পড়ে সবকিছু ।
যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণায় ঝটপট করতে করতে ছুটি কেবল ছুটতে থাকি।
আমিও চাই না, এমন তাণ্ডব
আমিও তো বাঁচতে চাই ।একটু স্থির হয়ে বাঁচতে চাই।
প্রকৃতি কে ভালোবাস তোমরা।
আমিও তো প্রকৃতির এক অংশ বল?
কিন্তু আমার যন্ত্রণায় আমাকে চঞ্চল করে অস্থির করে।
জারজ সন্তানের মত মাও আমাকে ছুঁড়ে ফেলে।
তাই তো রাগে ক্ষোভে দুঃখে
মৃত্যুকে করি বরণ।
বাধাপ্রাপ্ত হলেই তাকেও নিয়ে যায় মৃত্যু পুরী।
কেউ আমাকে পছন্দ করে না।
ক্ষণিকের অতিথি তবুও না।
মৃত্যু শুধু হাতছানি দেয়।
Related Posts
ছড়া — মাধব মন্ডল
Leave a Comment
/ লেখাপত্র / November 8, 2019 November 8, 2019 / আদাড় বাদাড় ঘুরতে ঘুরতে সোনামানা / By
sahitya patrika
শেষ ওড়া — সবিতা কুইরী
Leave a Comment
/ লেখাপত্র / November 9, 2019 November 9, 2019 / কি দেখাবে? তোমার সঙ্গে উড়ে যাব যখন। / By
sahitya patrika
বুনো জীবন চাই — মানিক বৈরাগী
Leave a Comment
/ লেখাপত্র / November 9, 2019 November 9, 2019 / মাথা হীন একটি বুনো জীবন পেতাম / By
sahitya patrika
ভালবাসায় শেষশব্দ – ৭ — মাধব মন্ডল
Leave a Comment
/ লেখাপত্র / November 10, 2019 November 10, 2019 / মনে হয় জন্ম জন্ম তোর জীবনে থাকি / By
sahitya patrika