শিরোনাম – ” প্রকৃতির অবদান জীব জগতের জন্য অপরিসীম । ”
কলমে – রতন বসাক
নির্মল, সুন্দর, পরিষ্কার,পরিচ্ছন্ন প্রকৃতি মানব জীবনের জন্য অপরিহার্য । বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র আমাদের এই পৃথিবীতেই জীবনের জন্য সব রকমের প্রাকৃতিক সম্পদে ভরপুর আছে । এই প্রাকৃতিক সম্পদের জন্যই আমরা ধীরে ধীরে বিস্তার লাভ করে চলেছি । প্রাকৃতিক সম্পদ ছাড়া আমরা আমাদের নিজেদের উন্নতি ও অগ্রগতির পথে পরিচালিত করতে পারিনা । প্রকৃতি নিঃস্বার্থভাবে তার অবদান রেখে চলেছে আমাদের জীবনে ।
জল, বায়ু, অগ্নি,মাটি, বৃক্ষ ও বিভিন্ন ধরনের খনিজ সম্পদ সবই আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে । প্রকৃতি আমাদের থেকে কিছুই চায় না । সে শুধু চায় আমরা যেন তার সঠিক ব্যবহার করি এবং তাকে মেনইটেন করে রাখি ভবিষ্যতের জন্য । একমাত্র মানুষই তার বুদ্ধি ও কঠোর পরিশ্রমের দ্বারা একের পর এক নতুন কিছু আবিষ্কার করে চলেছে সেই সব প্রাকৃতিক সম্পদের দ্বারা ।
মানুষ তার সুখ ও সুবিধার জন্য চিরদিনই ঋণী থাকবে প্রাকৃতিক সম্পদ এর কাছে । কেননা আমরা প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারি না । প্রকৃতি থেকে তার সম্পদ নিয়ে তাকে আমরা রূপে পরিবর্তন করে নিজেদের ব্যবহারে লাগাই মাত্র । আমরা যদি হিসেব না করে যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতে থাকি ।তাহলে ভবিষ্যতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে । প্রাকৃতিক সম্পদ বাঁচিয়ে রাখলে সেও আমাদের বাঁচিয়ে রাখবে ।
আমাদের পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ প্রচুর থাকলেও তা একদিন নিঃশেষ হয়ে যাবে যদি না তার সঠিক ভাবে ব্যবহার করি আমরা । কারণ তার প্রতিফলন বর্তমানে শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই । আমরা নির্বিচারে বৃক্ষ ছেদন করে চলেছি নিজেদের স্বার্থের জন্য । যার ফলে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে ধীরে ধীরে । বিভিন্ন মোটরযান এর ব্যবহার ও আমরা বাড়িয়া চলেছি । যার ফলে তার থেকে বেরোনো গ্যাস আমাদের পরিবেশকে দূষিত করে চলেছ ।
নিজেদের সাময়িক আনন্দের জন্য আমরা শব্দ দূষণ করে চলেছি নির্বিচারে । গঙ্গা ও বিভিন্ন নদীর জল আমরা দূষিত করে চলেছি কোন কিছু না ভেবেই । খনিজ সম্পদের যথেচ্ছ ব্যবহার না করে তার বৈজ্ঞানিকভাবে সঠিক উপায়ে ব্যবহার শিখতে হবে । এছাড়া আমরা আমাদের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় রাখছি না ঠিক করে । আর দেরি না করে আমাদের প্রত্যেকের এখন ভাবা উচিত ও লেগে পড়া উচিত প্রকৃতিকে ভালোবেসে তার যত্ন করা ।
অজ্ঞ লোকদের বোঝাতে হবে । কেননা তারা ভাবে প্রাকৃতিক সম্পদের কোন শেষ নেই । তাই তার ব্যবহার যথেচ্ছভাবে করা যায় । প্রকৃতি হলো আমাদের মা’য়ের মতন । আমরা সবাই এই মা’য়ের যত সেবা করব, যত্ন করব ও ভালোবাসবো । ততই সে আমাদের দিতে থাকবে জীবন ভর । প্রকৃতির আশীর্বাদ ও দয়া ছাড়া আমরা জীবনে এক পা’ও এগিয়ে যেতে পারি না । আসুন আমরা সবাই এই প্রকৃতি মা’কে ভালোবেসে তার জন্য কিছু করে দেখাই । প্রকৃতির মা’য়ের কোলে আমরা সবাই যাতে আরো ভালোভাবে বাঁচতে পারি ।
**********