Ratan Ali

 কবিতাকার

মুখের মাদকে

 কবিতাকার

গাধা পরম সুখী
আমি বড় ঈর্ষান্বিত,
ওদের নেই কোন রকম বোধবাতি।
বৃক্ষের কোন বন্ধু নেই
ওরা জন্মেই জানে যন্ত্রণায় যাবে জীবন,
সেজন্য ক্ষত,আহতে নেই ক্ষোভ
বধে নেই ব্যথা বাধা, বিশ্বাস ভঙ্গের বালাই।
আমি গাধা নই,গাছও নই
মাটিও নই যে,মৃত্যুমোহে মুগ্ধ হবো
সকালবিকাল শত অত্যাচারে।
আমি বাতাসের মতো শত শরীরী হই
তুষ্ট নই খুঁড়ে নিজস্ব গোরস্তান।
আমি মানুষ হলেও উদর ভরি শুধু
পায়খানাপায়চারিতে হৃষ্টপুষ্ট চিরাচরিত
কান পেতে শুনি দাঁতের গায়ে খাবারের আদর।
মানুষ হবার জন্য ঘুরেছি মানুষের কাছে
মানুষের উদ্দেশ্যে আমিও মুখ করি মঞ্চে।
মিথ্যে হয় সব বইয়ের খেলা দিন শেষে,
সত্য শুধু ব্যাংকে করে আনাগোনা।
মরীচিকার পিছনে মুখ খুয়েছি,
মনোতুষ্টির মন্ত্রই ভালো
চারদিকে সুখের শংসিত মেলা।
মনোমৎস্য শিকারী বড়শিতে পেতেছি টোপ
সবারে মুখের মাদকে আপন করবো —
আসন্ন দিন শুধু আমারই স্বার্থে হবে সংসারী !

https://bangla-sahitya.com/post/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *