রাত শেষে
রণেশ রায়
০৬/০৭/২০২২
দিনান্তে বেলাশেষে
এ গোধূলি বেলায়
দিনের আলো নিভু নিভু,
সূর্য ঢলে পড়ে এ বিদায় সন্ধ্যায়
পূবের রবি মাথানত পশ্চিমে সমুদ্র পারে,
নাবিকেরা নোঙর করে জাহাজ
নামিয়ে নেয় শস্য বন্দরে,
সে শস্য তাদের স্বর্ণ সম্পদ
মানুষের রক্ত ঘামে
সে শস্য মৃত্যু মিছিল
শুয়ে থাকে শব হয়ে পৃথিবীর বুকে ।
জীবনের সব লেনদেন শেষে
সব পাখি ঘরে ফেরে,
রাত এসে ঢেকে দেয় পৃথিবীকে অন্ধকার চাদরে,
সে এক বিচ্ছিন্ন দ্বীপ সুদূর সে প্রান্তরে,
শীতের সে কোন বরফ গলা ঠান্ডায়
দ্বীপের সবুজ বনানী ঘুমায় নীরব অন্ধকারে ।
আমার পাশে এসে বসে সুকন্যা
চুল তার সকালের সোনালী কিরণ
মুখ তার শতাব্দীর জীবন প্রজ্ঞা——
মুখোমুখি আমরা,
সে আমার কানে কানে বলে,
ভয় পেও না ঝড় উঠবে
রাত বিদায় নেবে,
উদয়ের মহেন্দ্রক্ষণ রাতের বিদায় শেষে
সূর্য উঠবে আকাশে।
At The End
Ranesh Ray
At the end of the day
In the twilight eve
The light of the day is in decay
It is fading out to dimm down
The Eastern sun bows down to the Western sea;
The shadow of life is bloodbathed
The sailors anchor the ship
Bring down the crops in port,
The crops feed them the gold
The crops are innumerable cops
Lying on the bed of the earth in the East.
All the transactions of life are closed
The night has covered the earth in deep dark
To the far end it is an island
It is freezing cold in winter night
The greenery of the island is in absolute silence.
Sukanna sits by my side
Her hair is golden ray of the Sun
Her face is the wisdom of her life——
Face to face she is,
Whispers to me not to be scared
The night will disappear
The Sun will dawn in the sky.
শেষ স্বপ্ন
রণেশ রায়
সুখ দুঃখের পথ ধরে
সময়ের খেয়া বেয়ে
নদীর স্রোতে ভেসে ভেসে
আমরা মিলি গিয়ে মোহনায়।
আমরা চলি সুদূর সে দিগন্তে
সমুদ্র পার হয়ে এপার থেকে ওপারে
বনানী মাঝে যেখানে নীরব আঁধার—–
ঘনিয়ে নেয় অপার এক দূরত্ব
এ পৃথিবী থেকে দূরে বহুদূরে
আকাশের ওপারে আকাশে
মেঘের ওপারে মেঘে।
কে যেন পাশে এসে বসে
বলে, “এতদিন আসনি কেন “?
পাহাড় শৃঙ্গে ঝর্নার মত
চুল তার দখিনা বাতাস
মুখ তার কবেকার তুষার শুভ্র সকাল
মন তার শিশির ভেজা সন্ধ্যা।
সূর্য অস্ত যায় সন্ধ্যা আসে
লেনদেন শেষে ব্যাপারীরা ঘরে ফেরে
ফুরায় এ জীবনের সব লেন দেন
রাতের আঁধার ঘনিয়ে আসে,
আমি বলি,
“ক্লান্ত আমি শ্রান্ত
তোমারই দেওয়া সময়ে আজ আসা হ’ল আমার,
কোলে মাথা রেখে একবার ঘুমোতে চাই”।
দিন শেষে সন্ধ্যার রক্তরাগে
পাখির ডাকের মত শব্দ ভেসে আসে
জীবনের সব রং মেলে এসে অন্ধকারে
ভাষা হারা শব্দ জোনাকির গানে কেঁদে মরে
জীবনের পাণ্ডুলিপি ইতিহাসের গহবরে
মিলি এসে আমি আর সুকন্যা হৃদয় দুয়ারে।
সময়ের সাথে নদী এসে মেলে মোহনায়
আলোয় উদ্ভাসিত রাতের জ্যোৎস্নায়
সুকন্যার কোলে মাথা রেখে আমি ঘুমাই,
তাকে যে পেয়েছি আজের জোছনায়
শেষ ইচ্ছা পূরণ আমার
আর কোনোদিন জাগব কি না জানা নাই।
My Last Dream
রণেশ রায়
We row the boat of time
Along the path of sorrow and joy
In the stream of the river we float
To meet the shore of the sea.
We March forward to the end hirizon
Away far away ——
Cross one side of the river to the other
Where the greenery of the forest met.
A silence prevails to create a distance
Distance of silence of the forest——-
The distance away from the earth
Sky above the sky cloud above the cloud .
Someone comes close to ask,
‘‘ Why have not come so long‘‘
Like a fountain that floats down from the mountain
Her hair is southern wind
Face is soft green of remote past
Mind is wetted in dew of the morning.
The Sunn sets, evening is darkened
All the transactions are closed
Merchants return home
Closed are the businesses of life
As time passes by
Night embraces the earth.
I say,
‘‘ I am tired and exausted
After a prolonged journey
Have come to you in time today
Want to rest my head on your lap
With the only desire to sleep‘‘.
At the end of the day
In the shade of the eve bathed in blood
The birds are flown back to nest
All the colours of life are mingled in dark night
Wordless sound dies in cry
In the cry of the songs of fireflies
The manuscripts of life hisory are found nowhere
All are Lost in the womb of dark hole
We, Sukanya and me, meet at the door of our heart.
With the flow of time
River meets the seashore
I go asleep on the lap of Sukanna.
In the light of full moon night
Sukanna is in my desire
My last dream is met
In my heart Sukanna ignites the fire
I am in deep sleep,may be, forever
Will not awake further.