রণেশ রায় এর তিনটি
তারপর !
পৃথিবী বদলায় কোন এক পথ ধরে
চল যাই সে বদলের পথে
দরজার আগল ভেঙে বেরিয়ে পড়ি
খোলা থাক ঘরের দেরাজ
চাবিটা পড়ে থাক আকাশের রোদ্দুরে
মাঠের ধারে এক প্রান্তরে।
সময়ের প্রবাহ ধরে
কালের নৌকা বেয়ে
চল যাই ভাসি সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে
জীবন সাগরে মোহনায় মিলি গিয়ে সবে।
তারপর সব কাজ শেষে
দিন শেষে দিনান্তে মনের মাধুরী মিশিয়ে
সন্ধ্যার রক্তরাগে
নিরালায় ঘরে আগল দিয়ে
একান্তে কথা বলি নিজের ছায়ার সঙ্গে
তৈরি আমি যাব বলে
সে পথ চিনিয়ে দেবে আমাকে।
At The End
05/07/2022
World changes in some way or other
Let us walk forward on a path
Break open the door
Keep it open
Let almirah remain unlocked
The key be lying on the open yard.
The boat of the era flows
It flows with the stream of time
We swim on the waves of sea
All we meet the shore at the end.
After the completion of all the tasks
Grooming myself in the joy of life
At the end of the day
When the Sun sets
In the colourful eve of life
In the twilight
I remain seated in closed door
Alone I talk to my shadow
I am prepared for the end journey
He will be the path finder.
কখন সে বৃষ্টি হয়ে নামে
রণেশ রায়
চারিদিক হিমেল নিস্তব্ধতা
অন্ধকার ঘনিয়েছে মধ্যরাতে
আলো নিভে গেছে,
তাও মনে হয়
জীবন সাগরে ডিঙা বেয়ে
কোন এক আশা ভেসে চলে—–
আকাঙ্খার আকাশে চেতনা খেলা করে
আমি চিনি না তাকে।
আমি উঠে দাঁড়াই
বুঝি শিরদাঁড়া সোজা করে
আজের লড়াই এর সৈনিক হয়ে
নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে।
আমার মননে এক বোধ জেগে ওঠে,
বলে এসে আমাকে,
তুমি সোজা হয়ে দাঁড়াও
অসুস্থ এ পৃথিবী সুস্থ হবে,
নরম সবুজ বাতাপির মত
চোখ তুলে তাকাবে।
আকাশে মেঘ ভাসে
বাতাসে তুফান ওঠে
সূর্যের দহনে জল বাষ্প হয়ে ওড়ে
নতুন পাতায় বনানী সবুজে সবুজে
পোয়াতি কালো মেঘ যন্ত্রণায় কুঁকড়ে ওঠে —–
আমি থাকি অপেক্ষায়
কখন সে বৃষ্টি হয়ে নামে।