হেমন্তের আগমনে ফসলের ঘ্রাণ
অঘ্রাণের প্রতিক্ষণে উছলায় প্রাণ
সোনালি ধানের স্পর্শ কৃষকের হাসি
প্রতিঘরে শুরু হর্ষ থাক বারো মাস-ই
নতুন ধানের পিঠা পুলি কাটা ভাপা
নতুন বৌ-এর মিঠা যায় নাকো মাপা
ঘাসের ডগায় হাসে ভোরের শিশির
কৃষকেরা এই মাসে বীজ বুনে তিসির
চাষীর খুশির জের মরে মাস শেষে
মুনাফার সর ফের ব্যবসায়ীতে মেশে
কৃষকের হাতে যায় খুব অল্প দাম
সিন্ডিকেট চুষে খায় কৃষকের ঘাম।