সেও কি আমার মতই
কলমে – শ্রী রাজীব দত্ত
হারিয়ে গেছে দিন,
ফুরিয়েছে সময়
তোমাতে আমাতে বিবাদ।
করো মুখে হাসি নেই,
অন্তরেতে অবসাদ।
বুকেতে ঝড় ওঠে,
ভাঙ্গে ভালোবাসার নীড়।
অশান্ত পরিবেশেও
মন ভাঙার শব্দ,
জনসমুদ্রে করে মরে স্থির।
নুপুরের আওয়াজ
আজও কানে বাজে।
বেখেয়ালি স্বভাব,
প্রতি রাতে তোমায় খোঁজে।
তোমারেও কি হয় এমন?
মনে পড়ে আমায়,
গভীর রাতের শিহরণ।
নাকি অতীতকে অতীতে ফেলে,
সব প্রতিশ্রুতি ভুলে,
আবার তুমি শুরু করেছো,
নতুন ভালোবাসা পেয়েছো বলে।