
সে আবারও আসবে…
কলমে – শ্রী রাজীব দত্ত
সে আসবে বলে আপেক্ষায় ছিলাম,
সব অপেক্ষার অবসান ঘটিয়ে,
সে এসেছিল,
মাত্র কটা দিন কাছে থেকে,
সে আবার বিদায় নিল।
আবার অপেক্ষা শুরু,
সে আসবে বলে তাই।
আজ সব আলো গুলো নিভে গেছে,
রাস্তায় মানুষেরা আর রাত জাগছে না,
ভাঙ্গা কাঠামো গুলো, কেউ আর দেখছে না।
সে এসেছিল,
তাই এ শহর থেকে গ্রাম উৎসবে মেতেছিল।
কোটি কোটি টাকা কপূরের মত উবে গেল।
আবার সে বিদায় নিল,
তবে একই ভাবে থেকে গেলো,
বট তলার পুরনো ভাঙ্গা মন্দির টা।
থেকে গেল অসহায়ের জীবনের গতিধারা,
থেকে গেল উচুঁ – নিচু, জাত – পাত শব্দরা,
থেকে গেল রাম – রহিমের বিবাদ টা।
শুধু…
উবে গেল কোটি কোটি টাকার গন্ধটা।
অপেক্ষায় রইলাম মা আবার একটা বছরের,
আগামীতে সত্যি কিছু পরিবর্তিত পরিবর্তনের।
বদল হোক সেই উবে যাওয়া টাকার প্রয়োজনীয়তা,
বদল হোক,
ভাঙ্গা মন্দির, অসহায় মুখটা,
ধর্ম, বর্ন আর সম্প্রীতির সম্পর্কটা।