Rahul Dev Biswas

✓রসে ভরা ব্যাপার খানা
-রাহুল দেব বিশ্বাস

প্রথম পর্বে,,

কোন এক বৈশাখে
তপ্ত খর রোদে পোড়া
ফাটল ধরা এই জীবনে
হঠাৎ মরুঝড়!
তারপর প্রশান্ত, শীতল অনুভূতি,
মনে হলো এই বুঝি তুমি এলে।

কতবার সাইমুম উঠেছে মরুর বুকে
বালুঝড়ে পন্ড হয়েছে জীবনের গতিপথ
তবু তুমি আছো,
তুমি ছাড়া মহাশূন্য লাগে!
তুমি সামনে এসে দাঁড়ালে
সেই প্রশান্ত অনূভুতি জাগে
যেমনটি হয়েছিল-
আজ থেকে বহু বছর আগে।

দ্বিতীয় পর্বে,,

বর কথন: ‘ও বউ,
সারাক্ষণ মিছিমিছি কেন করো
ঘেউ, ঘেউ!’

বউ কথন: ‘আচ্ছা আমি করি ঘেউ ঘেউ?
বুঝতে পারছি-
চুপিসারে এসে গেছে
মিউ মিউ করার জন্য
অন্য কেউ?
এখনতো আমার আওয়াজ লাগবে
ঘেউ ঘেউ!’

বর কথন: ‘বালাই ষাট,
তুমিই তো আমার একমাত্র সদরঘাট,
তুমি থাকতে অন্য কেউ,,
এত্তো সাহস তাঁর,
সে কোন্ লাটের বাট?’

বউ কথন: ‘শুনে রাখো,
ঝেঁটিয়ে ভুত ঝাড়িয়ে দিব
আসুক না কেউ!
তারপর বুঝবা,
কে করে নেউ নেউ?

শেষ পর্বে,,

নেউ নেউ, ঘেউ ঘেউ,ভেউ ভেউ,
ব্যাপার না,
চলুক আবহমান,
রসে ভরা ব্যাপার খান!
শুধু কুনজর না দিক অন্য কেউ,
দাঁড়াও,বাকি আছে,
এমনটাই বউ বলবে,
বুঝতে হলে, জানতে হবে
আজীবন গুঁতোগুতি চলবে–

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *