প্রভাত আলো
প্রদ্যোৎ কাঞ্জিলাল
৩রা ভাদ্র,১৪২৯ জন্মাষ্টমী শুক্রবার
২০.০৮.২০২২
আজ সকালে তোমার আকাশ হৃদয় জুড়ে থাকুক,
পাখির ডাকে ভুবন ভরে মনের কথা বলুক,
তোমার সুরে গানের কথা পড়ুক ঝরে দিবানিশি,
ভোরের বাতাস গানে গানে মাতিয়ে তুলুক অহর্নিশি।
বাসুক ভালো প্রভাত আলো মুক্ত মনের ভাবনা,
পলাশ ঝরা দিনের কথা হৃদয় জুড়ে থাকনা,
অরুন আলো ছড়ায় আরও মুক্ত আলোর অঞ্জলি,
বনের পথে-লুটিয়ে-পড়া প্রভাত আলোর ফুলগুলি।
আজ প্রভাতে জেগে ওঠে হৃদয় আমার অঙ্গনে,
শিশির ধোওয়া ফুলের ছোঁয়া বাজুক বাঁশি মননে,
আজ প্রভাতে হৃদয় আমার জেগে ওঠে চঞ্চলে,
মনের কথা ডানা মেলে মুক্ত সুরের অঞ্চলে।
ঝিলিক লাগে তোমার শোভা শ্যামল অঙ্গনে,
ফুলের মালা গাঁথা কথা ভাবনা কেবল মননে,
কুঞ্জছায়া গুঞ্জরনে মনের কোণে সঙ্গীতে,
ওড়না ওড়ায় ফুলের বনে নাচে দারুন ভঙ্গীতে।
মনের কথা বলছি আরো প্রভাত আলো করে,
বনের পথে আলো করে বৃষ্টি পড়ুক ঝরে,
ঐ উদাসী তোমার কথা ভাবনা মনে কেবলই,
থাকুক ভালো স্বপ্ন আরো প্রভাত আলো হৃদয়জুড়ে; মেঘমালার রঙিন ভাষা হৃদয় জুড়ে তুমিই।
@প্রদ্যোৎ@