Prodyout kanjilal

জীবন পাঠ

প্রদ্যোৎ কাঞ্জিলাল

জীবন,চাইছে কিছুটা সময়,
তোমার সাথে থাকবে বলে,
পড়ে থাকা কাজ শেষ করে যেতে হবে।

তীব্র দহন জ্বালা আছে,
গোপন ব্যথা অন্তরে,
ব্যথার ভারে দিনযাপন,
মন কেমনের বন্দরে।

হারিয়ে যাওয়া প্রিয় অনেক কিছু পুষ্পমালা ছিঁড়ে,ফুরিয়ে যাওয়া শৈশব,বসন্তের দিন ফেলে,
জলরঙ আর জল ছবি,স্বপ্নে আঁকা, হারানো দিনের অবসানে।

কাছের মানুষ দূরে যাবে চলে,
দূরের মানুষ কাছে চলে এলে,
এখনও পথের পথিক পড়ে থাকে,
দিন যাপনের শেষে,
এখনো আঁধার পথে পাড়ি জমানো
এখনো রক্ত ক্ষরনের দিনে।

এখনও স্বপ্নের কুঁড়ি ফুল হয়ে ফোটে,
এখনও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা রেখে,
এখনো পথের বাঁকে পড়ে থাকা প্রত্যাশিত প্রত্যয়,
এখনো কিছুটা রক্ত পলাশের দিন।

জীবন,চাইছে অন্তরঙ্গ মুহূর্ত থাকুক হৃদয়জুড়ে,
তোমার সাথে থাকবে বলে,
পড়ে থাকা কাজ শেষ করে যেতে হবে।

জীবন,চাইছে কিছুটা সময়,
তোমার সাথে থাকবে বলে
পড়ে থাকা কাজ শেষ করে যেতে হবে।

১৩/০৬/২০২৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *