Probokta Shadhu

#শীতল_ধারা_ঝরুক_অবিরাম,
#প্রবক্তা_সাধু,
——————————–
হালকা সমীরণ তবু নিবুনিবু
আশার ক্ষীণ বর্তিকা,
প্রজ্বলিত রাখার উপকরণ কিছু নাই
অশ্রুজলে সলতেটা সিক্ত।
বেদনার বহ্নিশিখা অন্তরে অদৃশ্য
আগ্নেয়গিরির লাভায় রুধির স্রোত
ফুটন্ত ঝর্ণাধারায় ভরপুর সরিৎ
নরকের যন্ত্রণা পোড়া বাতাসে।
নিঃশ্বাসে হৃদয় পোড়া গন্ধ
দগদগে ক্ষত নিসৃত পঁচা মাংস
পূতিময় পরিবেশে মক্ষীদের উচ্ছ্বাস
অনলে খনিজ দাহ্য তরল।
ভালোবাসার আলিঙ্গন উত্তপ্ত
রসনা নিসৃত গরল জলের বিন্দু
ক্ষারকের চেয়েও ভয়ঙ্কর নাশক
গরম তেলে জীবন্ত মাছের হাহাকার।
হঠাৎ ছুটে আসা আগুনে মেঘ
অনবরত ঢালিছে কুলিশ
ত্রাসে কাঁপিছে নিরীহ মেদিনী
চাঁদের কিরণে সূর্যালোকের উত্তাপ।
স্নিগ্ধ মঙ্গলালোকের বড়ই প্রয়োজন
বাঁচুক মুমূর্ষু পৃথিবীর ওষ্ঠাগত প্রাণ
হিমেল সমীর বয়ে যাক সমতলে
শ্রাবণের শীতল ধারা ঝরুক অবিরাম।
————————————–
০৭/০৫/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *