#তেল_সমাচার,
#প্রবক্তা_সাধু,
————————————
ভোরবেলা ঘুম ভাঙে শুনে হইচই
বউ বলে ঘরে রাখা তেল গেলো কই?
দেড়পোয়া সয়াবিন রাখা ছিলো ঢেকে
নাই দেখে সবাইকে উঠিয়েছে ডেকে।
শ্যালকের মারফত বাজারের থেকে
আনিয়েছে মাসভর খাবে জমা রেখে।
সারাদেশে সয়াবিন যেটুকু যা আছে
হীরে সম দামী তেল গরীবের কাছে।
সব কিছু পড়ে আছে তেলটুকু নাই
বউটার মেজাজটা রাগী রাগী তাই।
চোর নাকি আর কেউ নিলো কোন লোকে
ছোটো ছেলে ঘনঘন টয়লেটে ঢোকে।
কি হলো কি হলো বলি পেট নাকি ঢিলে
ছেলে রাতে পানি ভেবে তেল নিছে গিলে।
—————————————
১৪/০৫/২০২২
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika