#যাস_না_একা_ফেলে,
#প্রবক্তা_সাধু,
——————————————
ও দরদী মাগো আমায় যাস না একা ফেলে
মাগো যাস না একা ফেলে।।
কেমন করে রইবো একা ভুবন নামক জেলে
মাগো যাস না একা ফেলে।।
দুঃখ পেলে আঁচল তলে দিতিস আমায় ঠাই
এমন দরদ মাখা শীতল আঁচল কোথায় পাই
কোলের মাঝে মাথা টেনে হাতটি বুলায় দিতি
এমনি করে তাড়িয়ে দিতিস কষ্টে ভরা রাতি
বুকে আমায় আগলে রেখে দিতিস দরদ ঢেলে
মাগো যাস না একা ফেলে।।
স্বার্থ ছাড়া নাই দরদী আমার মায়ের মতো
চায় না কিছু দিতেই জানে মা যে অবিরত
আমার সুখের জন্য মায়ের চেষ্টা দিবানিশি
আদর ভরা নজর মায়ের আশীষ রাশি রাশি
আমার কষ্টে কাঁদে মায়ে হাসে আরাম পেলে
মাগো যাস না একা ফেলে।।
—————————————–
০৯/০৫/২০২২