শিরোনামঃ কথার ফাঁকে,
কলমেঃ প্রবক্তা সাধু,
—————————-
কথার ফাঁকে যদি থাকে
খারাপ অভিপ্রায়,
শুনলে কথা লাগে ব্যথা
পরাণ জ্বলে যায়।
কথা যেমন স্বাদও তেমন
মিষ্ট তিতা নুন,
দুষ্ট লোকে কথার ফাঁকে
করতে পারে খুন।
কথার ধাঁচে কেউবা বাঁচে
আশার আলো পায়,
কথার ফাঁকে যেনো থাকে
মহৎ অভিপ্রায়।
——————–
১০/০৬/২০২২