Probokta Shadhu

শিরোনামঃ হায় অবসর,
কলমেঃ প্রবক্তা সাধু,
(পয়ার ৮+৬)
————————————-
অলসের অবসর আজীবন ধরে
নড়বেনা একচুল টানলেও জোরে।
অবসর নাই মোর জীবনের মাঝে
সারাদিন কেটে যায় নানাবিধ কাজে।
অবসর মেলেনা তো অতি প্রয়োজনে
ভালোবাসা বেঁচে থাকে শুধু যে স্মরণে।
অবসর কাকে বলে সকলেই জানে
মালিকের কৃপা নেই একরতি দানে।
অবসর এতটুকু যদিও বা মেলে
কাটানো যাবেনা তাও হেসে আর খেলে।
ভাবি কিছু বাকী কাজ করি অবসরে
হায় হায় মেলেনা তা শুধু আঁসু ঝরে।
অবসর মেলে নাকি মরণের পরে
বেশুমার অবসর শ্মশানে কবরে।
————————————–
০৮/০৬/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *