শিরোনানঃ নয় তত ক্ষমী,
কলমেঃ প্রবক্তা সাধু,
————————————–
বাংলার সম্পদ যারা করিছো লুণ্ঠন
উন্মোচিত হবে কিন্তু সে অবগুণ্ঠন,
করেছো পাচার যতো গরীবের ধন
হিসেব নিবেই ঠিক সেই জনগণ।
স্বদেশ করিয়া খালি গিয়ে পরদেশে
হয়তো ভালোই আছো সুখী পরিবেশে,
মনে রেখো তেলে জলে কখনো না মেশে
বাংলায় ফিরতে হবে কিন্তু অবশেষে।
কিভাবে দেখাবে মুখ অপরাধী তুমি
সতত ধিক্কার দিবে পূণ্য জন্মভূমি,
ঘৃণায় ফেরাবে মুখ স্বদেশের জমি
প্রকৃতি উদার তবে নয় তত ক্ষমী।
দুর্নীতিবাজ গাদ্দার মহা বেঈমান
ডাকা হবে এই নামে রয়েছে প্রমাণ।
—————————————
০৩/০৫/২০২২