ভালোবাসার খোঁজে
ভালোবাসা,তোমায় খুঁজি বাউল গানের সুরে,
বিবাগী দুপুরে।
কারণ,আরও একবার হারিয়ে যেতে চাই সেই আগুন রঙা পলাশের বনে
তোমার হাত ধরে।।
©প্রিয়াঙ্কা ঘোষ।
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
লেখার স্পর্শে - লেখক - সমালোচক - পাঠক
ভালোবাসার খোঁজে
ভালোবাসা,তোমায় খুঁজি বাউল গানের সুরে,
বিবাগী দুপুরে।
কারণ,আরও একবার হারিয়ে যেতে চাই সেই আগুন রঙা পলাশের বনে
তোমার হাত ধরে।।
©প্রিয়াঙ্কা ঘোষ।