*হয়তো খুঁজে পাবে*
এই ভরা বর্ষায়,
ভালোবাসা হয়তো খুঁজে পাবে তার
ভালোবাসাকে।
হয়তো কোনো এক অচেনা শহরে,
অজানা মানুষের ভিড়ে চিনে নেবে তারা একে অপরকে।
দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমে থাকা,
অজস্র কথা, রাগ,অভিমান সব উগ্রে দেবে
পরস্পরকে।
তারপর বহুদিনের প্রত্যাশিত আলিঙ্গন
উদ্ভাসিত করবে তাদের সম্পর্কের
রসায়নকে।
আত্মার মিলন তৃপ্ত করবে তাদের
হৃদয়কে।
চড়াই উতরাই পেরোনোর পথে হয়তো
ভালোবাসা পাশে পাবে
ভালোবাসাকে।
মিথ্যার মায়াজাল আর
এলোমেলো করে দিতে পারবে না তাদের সম্পর্কের
সমীকরণকে।
হয়তো সত্যের ঝলকানিতেই
ভালোবাসা খুঁজে পাবে
ভালোবাসাকে।
এই ভরা বর্ষায়
ভালোবাসা হয়তো খুঁজে পাবে তার
ভালোবাসাকে।।
© প্রিয়াঙ্কা ঘোষ