Pritmoy Sen

প্রিতময় সেন

পথশিশুর পুজো
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি

পুজো এলে কিছু মানুষের
হৃদয় জুড়ে কষ্ট নামে,
সবার পরনে নতুন পোশাক দেখে
নীরবে তাদের অশ্রু ঝরে।

তাদের ও যে ইচ্ছে জাগে
অঞ্জলী দেবে সবার সাথে,
এদিক – ওদিক ঘুরে বেড়াবে
পূজার এ’ কটা দিন নতুন পোশাকে।

সমাজের আজ অবহেলায়
ইচ্ছেটা যে তাদের ইচ্ছেই রয়ে যায়,
আজ বলছি, তাদের কথা
পথশিশু রয়েছে যারা।

মা দূর্গার আশীর্বাদে
ইচ্ছে’টা তাদের একদিন পূর্ণ হবে,
সেদিন আনন্দে মাতবে তারায়
আপনার – আমার একটু সহযোগিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *